সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : দেশের জনগণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের ধানের শীষের প্রার্থী আমানউল্লাহ আমান।
শুক্রবার সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের গদাবাগ দূর্গাপূজা মন্দিরে অনুষ্ঠিত শ্রী শ্রী মহানামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আমানউল্লাহ আমান বলেন, ‘দেশের জনগণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের ষড়যন্ত্র জনগণের ঐক্যবদ্ধ শক্তির সামনে ব্যর্থ হয়ে যাবে। দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। এখন দেশের মানুষ ভোট দিতে মুখিয়ে আছে। জনগণের এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখার জন্য যারা ষড়যন্ত্র করছে, তাদের কোনো প্রচেষ্টাই সফল হবে না।’
তিনি আরও বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের সরকার প্রতিষ্ঠার একমাত্র পথ হলো একটি গ্রহণযোগ্য নির্বাচন। দেশের মানুষ শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য প্রস্তুত রয়েছে। আগামী দিনে বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয় বিএনপি তাহলে প্রতিটি পরিবারে নারী প্রধানের নামে ফ্যামেলি কার্ড প্রদান করা হবে। এর মাধ্যমে পরিবারগুলো মাসে ২ হাজার থেকে ৩ হাজার টাকার মধ্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে পারবে বা পরিবার পরিচালনায় সহায়তা নিতে পারবে।’
দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া চেয়ে আমানউল্লাহ আমান বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আসুন আমরা সবাই মিলে পরম করুণাময়ের কাছে দোয়া করি, যিনি আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন, সেই নেত্রী যেন সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসেন। তাছাড়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসবেন সেই প্রতীক্ষায় তাকিয়ে আছেন বাংলাদেশের মানুষ।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার বিএনপির সভাপতি শামীম হাসানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিপুলসংখ্যক ভক্তরা।








