সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যে গেলেও, এই যাত্রায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে সংবাদ সন্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
বাংলা ট্রিবিউনের প্রতিবেদকের প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, তিনি মাত্র একদিনের জন্য এবার লন্ডনে গেছেন। সময় থাকলে দেখা তারেক রহমানের সঙ্গে করতেন কি না, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু সুযোগ নেই (দেখা করার), তাই তিনি এ প্রশ্নের উত্তর দিচ্ছেন না।
বাংলাদেশে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পতনের পর কয়েকদফা যুক্তরাজ্য সফর করেছেন ডা. শফিকুর রহমান। ব্রিটিশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে এবার লন্ডন গেছেন বলে জানান তিনি।
বাংলাদেশের বহুল আলোচিত আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, নির্বাচন ঠিক সময়েই হবে, পেছানোর কোনও সুযোগ নেই। লন্ডনে নির্ধারিত কার্যক্রম শেষে তিনি সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে যাবেন বলে জানা গেছে। আগামী ২১ ডিসেম্বর তার দেশে ফেরার কথা।








