শাহনাজ পারভীন মিতা :
বিজয়েরও কি বিজয় হয়
যে স্বাধীনতার জন্য যুদ্ধ লড়াই
পৃথিবীর মানচিত্রে জ্বলজ্বল
ছাপান্ন হাজার বর্গমাইলের কম বা বেশী।
উর্বর পলিমাটি,নদনদী ,ফকির বাউলের
অন্তরে সুরের ফল্গুধারায়,
সবুজের বুকে লাল পতাকা
বাঙালির রক্তে ভেজা প্রিয় বাংলাদেশ ।
কে তুমি নতুন করে গাও বিজয়ের গান
লিখতে চাও নতুন ইতিহাস!
১৬ই ডিসেম্বর ১৯৭১
জ্বলজ্বল একটা দিন,
লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার জীবন বিসর্জন
মুষ্টিবদ্ধ হাত সেই আমাদের বিজয়।
বুকের গভীরে রবীন্দ্রনাথ নজরুল
১৯৪৩ সালের দুর্ভিক্ষের চিত্রমালায় জয়নুল,
শামসুর রাহমানের -স্বাধীনতা তুমি
আজাদ ,রুমীর স্বপ্ন আমাদের জন্মভূমি ।
বিজয় দিবস তুমি রক্ত তিলক আঁকা
সবুজের বুকে ,উড়ছে বিজয় পতাকা ।








