সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ পর্যন্ত ৮০ হাজার ৫২ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
তিন ইউনিটে মোট আসন ৮৯০টি এবং বিভিন্ন কোটায় ১০৭টি আসন সংরক্ষিত রয়েছে।
ভর্তি পরীক্ষা ৩০ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৩১ জানুয়ারি সকালে ‘বি’ ইউনিট ও বিকেলে ‘সি’ ইউনিটে অনুষ্ঠিত হবে। পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের হবে। পাশ নম্বর ন্যূনতম ৩৩।








