সেই প্রশ্নের জবাবে নায়িকা বলছেন, ‘চোকার আমার সব থেকে বেশি প্রিয়। আমি সব সময়ে জানতে চাই, নতুন কেমন ডিজাইনের চোকার এসেছে। নেকলেসও ভালোবাসি।’
মিমি বলেন, ‘মায়ের একটা হার আমার খুব পছন্দের। সাবেকী সেই হারটা আমি নিয়ে নিয়েছি। হারটা অপূর্ব সুন্দর। তাতে এমাররেল্ড, ডায়মন্ড—সব কিছু আছে।’
নববর্ষে প্রতি বছর বাড়িতে পুজা হয় মিমির। এই বছরও তার ব্যতিক্রম হয়নি।
মিমি বলেন, ‘মা সব সময়ে বলেন বছরের শুরুর দিনটা কাজের মধ্যে কাটলে সারা বছরটা কাজ থাকবে। ছোটবেলায় ভাবতাম যদি ছুটি থাকে ভালো হয়। এখন চাই নববর্ষেও কাজ থাক,’ বলেন মিমি।