সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর উদ্দেশ্যে জার্মানির বার্লিনে ইউক্রেন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছে মার্কিন প্রতিনিধি দল। তারা এখন রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছে।
তবে তার আগেই রাশিয়া জানিয়ে দিয়েছে, ইউক্রেন ভূখণ্ডে দখলকৃত পাঁচটি অঞ্চল নিয়ে তারা কোনো ধরনের ছাড় দিতে রাজি নয়। যা শান্তি চুক্তির খসড়া পরিকল্পনা গ্রহণের আগেই অনিশ্চয়তা তৈরি করেছে।
মঙ্গলবার রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সারগেই রিয়াবকভ জানিয়েছেন, ইউক্রেনের দখলকৃত অঞ্চলের বিষয়ে রাশিয়া কোনো সমঝোতা মেনে নেবে না।
রিয়াবকভ বলেন, মস্কো তার দাবিতে কোনো ছাড় দিতে রাজি নয়। ক্রিমিয়া, দোনেতস্ক, লুহানস্ক, জাপোরিজ্জিয়া ও খেরসন এই পাঁচটি অঞ্চলের ওপর রাশিয়া পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে চায়।
তবে ক্রিমিয়া ও লুহানস্ক অঞ্চলের প্রায় সব অংশ ছাড়া, রাশিয়া বাকি তিনটি অঞ্চলের পুরো এলাকা এখনও নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়নি। জাপোরিজ্জিয়া ও খেরসনে মস্কো বাহিনী আঞ্চলিক রাজধানীরও পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারেনি।
এদিকে সম্ভাব্য ক্রিসমাস যুদ্ধবিরতিতে ক্রেমলিনের অংশগ্রহণের সম্ভাবনা কম বলেও জানিয়েছে ক্রেমলিন।
রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাতও দিমিত্রি সের্গেইভিচ পেসকভ জানিয়েছেন, ‘আমরা শান্তি চাই। কিন্তু এমন যুদ্ধবিরতি চাই না, যার মাধ্যমে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আরও প্রস্তুতি নিতে পারে।’
মুখপাত্র আরও বলেন, ‘আমাদের লক্ষ্য অর্জন করে ও স্বার্থ সুরক্ষিত করেই যুদ্ধ বন্ধ করতে চাই।’
এদিকে, বার্লিনে ইউক্রেন-মার্কিন আলোচনার পর, ভলোদিমির জেলেনস্কি বলেছেন, স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
সূত্র: ইউরো নিউজ








