কবে মাঠে নামবেন মেসি?

ছবি সংগৃহীত

 

ডেস্ক রিপোর্ট : বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়াই বাজিমাত করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। উরুগুয়ের বিপক্ষে কষ্টসাধ্য জয় পেলেও পরের ম্যাচে তারা চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দেয়। এই দুই ম্যাচের জন্য দল ঘোষণার আগে ছিটকে যান মেসি। তার মাঠে ফেরার সময়টা এতদিন অনিশ্চিতই ছিল। যা জানিয়ে দিয়েছেন ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো।

 

আমেরিকান মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে আগামী রবিবার ফিলাডেলফিয়া ইউনিয়নের মুখোমুখি হবে মায়ামি। সেই ম্যাচেও মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে আর্জেন্টাইন মহাতারকার। তবে এক্ষেত্রে মাশ্চেরানো একটি শর্ত জুড়ে দিয়েছেন। যদি ম্যাচের আগেরদিন অনুশীলনে পুরো ফিট মনে হয়, তবেই পরদিন ম্যাচের একাদশে থাকবেন মেসি।

 

মায়ামি কোচ জানিয়েছেন, ‘লিও ঠিক আছে। যদি স্রষ্ঠা চায় এবং অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটে, পরবর্তী ম্যাচ ডেতেই তার নামটি উঠতে যাচ্ছে।’ মেসির চোট পুনর্বাসন নিয়ে তাড়াহুড়ো করতে চান না বলেও জানিয়েছেন তার সাবেক এই ক্লাব ও জাতীয় দল সতীর্থ, ‘আমরা ধীরে ধীরে উন্নতির দিকে যেতে চাই। কারণ লিও একজন বিশেষ খেলোয়াড়, মাঝেমধ্যে তাকে (মাঠ থেকে) বিরত রাখারও প্রয়োজন আছে, যাতে কোনো ঝুঁকি না থাকে।’

 

মাশ্চেরানো আরও বলেন, ‘মেসি নিজের শরীর সম্পর্কে ভালো জানে এবং সে নিজেই প্রয়োজনমতো উন্নতির লক্ষ্যে অনুশীলন করে যাচ্ছে। আমাদের সঙ্গেও সে নিজ থেকে অনুশীলনে যোগ দেয়। আজ তো পুরো অনুশীলনেই ছিল।’ আজকের আগপর্যন্ত মেসি নিজের মতো করে আলাদাভাবে অনুশীলন করলেও, আজ থেকে সবার সঙ্গে যোগ দেওয়ার কথা নিশ্চিত করেছেন মায়ামির ফুটবলার ইয়ানিক ব্রাইট। তার মতে– ‘আমাদের সঙ্গে তিনি ১৫ মিনিট অনুশীলন করেছেন, এর বেশি দেখা যায়নি। বিষয়টি অবশ্য কোচ ও ট্রেনাররা দেখছেন। তবে তাকে ভালো আছে বলেই মনে হয়েছে।’

 

এর আগে মায়ামির হয়ে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ খেলতে নেমে পায়ের অ্যাডাক্টর পেশির ইনজুরিতে পড়েন মেসি। ওই ম্যাচে তিনি পুরো ৯০ মিনিটই খেলেছেন। পেয়েছেন ১টি গোলও। এরপর আর্জেন্টিনার স্কোয়াডে তিনি না থাকায় কিছুটা বিস্ময়ের সৃষ্টি হয়। পরে মায়ামিই চোটের খবর নিশ্চিত করে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» হত্যাসহ ১৮ মামলার আসামি কেরানীগঞ্জে গ্রেপ্তার

» আমরা কখনোই বলিনি নির্বাচনের পরে সংস্কার : মির্জা ফখরুল

» বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

» ১২ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

» চরমপন্থার সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

» স্মার্টফোনে ভূমিকম্পের সতর্কবার্তা পাবেন যেভাবে

» শরীরে ‘ভিটামিন ডি’ যোগ করার পন্থা

» মাইগ্রেন একটি ঝুঁকিপূর্ণ স্নায়বিক অবস্থা

» কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা!

» পাকিস্তানের প্রেসিডেন্ট হাসপাতালে ভর্তি, আছেন নিবিড় পর্যবেক্ষণে

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কবে মাঠে নামবেন মেসি?

ছবি সংগৃহীত

 

ডেস্ক রিপোর্ট : বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়াই বাজিমাত করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। উরুগুয়ের বিপক্ষে কষ্টসাধ্য জয় পেলেও পরের ম্যাচে তারা চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দেয়। এই দুই ম্যাচের জন্য দল ঘোষণার আগে ছিটকে যান মেসি। তার মাঠে ফেরার সময়টা এতদিন অনিশ্চিতই ছিল। যা জানিয়ে দিয়েছেন ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো।

 

আমেরিকান মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে আগামী রবিবার ফিলাডেলফিয়া ইউনিয়নের মুখোমুখি হবে মায়ামি। সেই ম্যাচেও মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে আর্জেন্টাইন মহাতারকার। তবে এক্ষেত্রে মাশ্চেরানো একটি শর্ত জুড়ে দিয়েছেন। যদি ম্যাচের আগেরদিন অনুশীলনে পুরো ফিট মনে হয়, তবেই পরদিন ম্যাচের একাদশে থাকবেন মেসি।

 

মায়ামি কোচ জানিয়েছেন, ‘লিও ঠিক আছে। যদি স্রষ্ঠা চায় এবং অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটে, পরবর্তী ম্যাচ ডেতেই তার নামটি উঠতে যাচ্ছে।’ মেসির চোট পুনর্বাসন নিয়ে তাড়াহুড়ো করতে চান না বলেও জানিয়েছেন তার সাবেক এই ক্লাব ও জাতীয় দল সতীর্থ, ‘আমরা ধীরে ধীরে উন্নতির দিকে যেতে চাই। কারণ লিও একজন বিশেষ খেলোয়াড়, মাঝেমধ্যে তাকে (মাঠ থেকে) বিরত রাখারও প্রয়োজন আছে, যাতে কোনো ঝুঁকি না থাকে।’

 

মাশ্চেরানো আরও বলেন, ‘মেসি নিজের শরীর সম্পর্কে ভালো জানে এবং সে নিজেই প্রয়োজনমতো উন্নতির লক্ষ্যে অনুশীলন করে যাচ্ছে। আমাদের সঙ্গেও সে নিজ থেকে অনুশীলনে যোগ দেয়। আজ তো পুরো অনুশীলনেই ছিল।’ আজকের আগপর্যন্ত মেসি নিজের মতো করে আলাদাভাবে অনুশীলন করলেও, আজ থেকে সবার সঙ্গে যোগ দেওয়ার কথা নিশ্চিত করেছেন মায়ামির ফুটবলার ইয়ানিক ব্রাইট। তার মতে– ‘আমাদের সঙ্গে তিনি ১৫ মিনিট অনুশীলন করেছেন, এর বেশি দেখা যায়নি। বিষয়টি অবশ্য কোচ ও ট্রেনাররা দেখছেন। তবে তাকে ভালো আছে বলেই মনে হয়েছে।’

 

এর আগে মায়ামির হয়ে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ খেলতে নেমে পায়ের অ্যাডাক্টর পেশির ইনজুরিতে পড়েন মেসি। ওই ম্যাচে তিনি পুরো ৯০ মিনিটই খেলেছেন। পেয়েছেন ১টি গোলও। এরপর আর্জেন্টিনার স্কোয়াডে তিনি না থাকায় কিছুটা বিস্ময়ের সৃষ্টি হয়। পরে মায়ামিই চোটের খবর নিশ্চিত করে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com