ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : বিশ্বকাপ বাছাইয়ের হাইভোল্টেজ ম্যাচের জয়-পরাজয় ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে ব্রাজিলিয়ান ফুটবলারদের পারফর্মেন্স। বুধবার আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হেরেছে ব্রাজিল। ম্যাচ শেষে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র অকপটে স্বীকার করলেন, আর্জেন্টিনার বিপক্ষে তার দল প্রথম মিনিট থেকেই লড়াইয়ে ছিল না। একইসঙ্গে শোনালেন ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা।
ম্যাচজুড়ে ব্রাজিলের ফুটবল ছিল বর্ণহীন। ক্লাব ফুটবল দাপিয়ে বেড়ানো ভিনিসিউস-রদ্রিগোকে সেভাবে খুঁজেই পাওয়া যায়নি। তার ওপর ম্যাচের আগে রাফিনহাসহ ব্রাজিলের কয়েকজন ফুটবলারের আক্রমণাত্বক মন্তব্য আগুনে ঘি ঢেলে দেয়। এর পরিণতিতে লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, পাওলো দিবালাসহ প্রথম সারির বেশ কয়েকজনকে ছাড়াই ব্রাজিলের জালে এক হালি গোল দেয় আর্জেন্টিনা।
ব্রাজিলকে মনে হয়েছে ছন্নছাড়া, দিশাহারা একটি দল। এমন শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে তারা কী করতে চেয়েছেন, সেটা হয়তো নিজেরাও জানতেন না! ম্যাচ শেষে কোচ দরিভাল জুনিয়র তাই বলেছেন, ‘আজ প্রথম মিনিট থেকেই আমাদের পরিকল্পনা কাজে লাগেনি। যা হয়েছে, সেটা আমাদের মেনে নিতে হবে। যেভাবে তারা আমাদের উড়িয়ে দিয়েছে, তাতে জয় তাদেরই প্রাপ্য ছিল।
বাছাইপর্বে ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ব্রাজিল। এই অঞ্চল থেকে ৬টি দল সরাসরি বিশ্বকাপে খেলবে। আরও একটি দল প্লে-অফ খেলে বিশ্বকাপে ওঠার সুযোগ পাবে। ব্রাজিলের বাদ পড়ার শঙ্কা নেই। দরিভালও শোনালেন ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা, ‘এটি একটি উল্লেখযোগ্য পরাজয়। আমরা খুবই জটিল ও কঠিন প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছি। তবে কোনো সংশয় নেই যে, আমরা দ্রুতই (ঘুরে দাঁড়ানোর) রাস্তা খুঁজে নেব।’