ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট : চকবাজারের চম্পাতলী সোয়ারীঘাট এলাকায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে ২৫ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন।
আজ ভোর রাতের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে অজ্ঞাত এক যুবককে চিকিৎসক সকাল সাড়ে ৭টায় মৃত ঘোষণা করেন।
আহতের মধ্যে এক ব্যক্তি হলেন আতিক(১৮)। অন্যজনের নাম পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম সরোয়ার। তিনি জানান, ভোর রাতে চম্পাতলী সোয়ারীঘাট এলাকায় ছিনতাইকারী সন্দেহে তিন ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে আহত করে। পরে আমরা তাকে উদ্ধার করে সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে অজ্ঞাত এক যুবক মারা যান। অন্য আহত অজ্ঞাত ও আতিক নামে দুই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।