শেখ হাসিনা দেশকে পঙ্গু করে ভারতের কাছে হস্তান্তর করতে চেয়েছিল: কর্নেল অলি

ছবি সংগৃহীত

 

ডেস্ক রিপোর্ট : লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম অভিযোগ করেছেন যে শেখ হাসিনা গত ১৬ বছরে পরিকল্পিতভাবে বাংলাদেশকে অর্থনৈতিক, সামাজিক, বিচারব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে পঙ্গু করে দিয়েছেন। তার দাবি, শেখ হাসিনা চেয়েছিলেন দেশকে দুর্বল করে ভারতের কাছে হস্তান্তর করতে।

 

এক রাজনৈতিক সমাবেশে কর্নেল অলি বলেন, “আমরা ভারতের দালাল মুক্ত বাংলাদেশ চাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। শেখ হাসিনা পালানোর আগে দেশকে সম্পূর্ণভাবে দুর্বল করে দিয়েছেন, যাতে তার অনুপস্থিতিতে কেউ আর দেশকে পুনরুদ্ধার করতে না পারে।

 

তিনি অভিযোগ করেন, ২০০৯ সালে বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনা সরাসরি জড়িত ছিলেন এবং ভারতের সামরিক বাহিনী, বিশেষ করে বিএসএফ, ওই হত্যাকাণ্ডে ভূমিকা রেখেছিল। তার দাবি, সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে ভারতের প্রভাবশালী ব্যক্তিদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

 

সম্প্রতি দেশব্যাপী ছাত্র ও রাজনৈতিক দলগুলোর আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের আন্দোলনের ফলে ভারতীয়রা বিশেষ বিমানে বাংলাদেশ ত্যাগ করেছে। আমরা দেখেছি, তারা আতঙ্কে পালিয়ে গেছে। কারণ, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সার্ভিস সেক্টরে ভারতের দালালরা নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। যতদিন না এদের হাত থেকে দেশকে মুক্ত করা যাবে, ততদিন বাংলাদেশ এগোতে পারবে না।

 

তিনি আরও অভিযোগ করেন, বর্তমান বিচারব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। আদালতে সুবিচার পাওয়া দুষ্কর হয়ে গেছে এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সরকারের নির্দেশে কাজ করছে। “জেলা কোর্টগুলো কার্যত অকার্যকর হয়ে পড়েছে। থানাগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে, কারণ অধিকাংশ ওসি হাসিনার অনুগত সেবক হিসেবে কাজ করছিল। এই প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার আশা করা যায় না,” বলেন কর্নেল অলি।

 

তিনি আরও বলেন, “দেশে গণহত্যাকারীদের বিচার হয়নি। আমাদের রাজনীতিবিদদের বিরুদ্ধে করা ১৬-১৭ হাজার মিথ্যা মামলা এখনো প্রত্যাহার হয়নি। আমরা কি তাহলে এক অরাজক রাষ্ট্রে বাস করছি?”

 

শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, “বর্তমান শিক্ষাব্যবস্থা ধ্বংসের মুখে। সর্বশেষ পরীক্ষায় শতকরা ৭০-৭৫ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে। শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আনতে হবে, তা না হলে ভবিষ্যৎ প্রজন্ম চাকরি ও উন্নয়নের সুযোগ পাবে না।

 

তিনি সকল দেশপ্রেমিক নাগরিকদের আহ্বান জানিয়ে বলেন, “আমাদের ঐক্যবদ্ধ হয়ে ভারতের দালালদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। নইলে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» পিআর দাবি জনগণের আঙ্খাকার সঙ্গে ‘মুনাফেকি’: রিজভী

» পূজামণ্ডপের নিরাপত্তায় অতন্দ্র প্রহরী হোন: নেতা-কর্মীদের মির্জা ফখরুল

» সফররত ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

» মোরেলগঞ্জে লবণাক্ত জমিতে মিষ্টি শসার বাম্পার ফলন, ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি

» বড়াইগ্রামের বনপাড়া-পাবনা মহাসড়ক খানা-খন্দে এখন মৃত্যুফাঁদ

» দেশে এলো বাজেটে কড়া দেশের সেরা স্মার্টফোন ভিভো ওয়াই২১ডি

» রাজশাহীতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ কার্যক্রমবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

» বাস ও ট্রাকের সংঘর্ষে বাস চালকের মৃত্যু,আহত ১৫

» সাহসী প্রশ্ন তুলুন, বিভ্রান্তি নয় সত্য সামনে আনুন: সাংবাদিকদের শফিকুল

» রিকশাচালক হত্যা মামলায় দুইজন গ্রেপ্তার

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শেখ হাসিনা দেশকে পঙ্গু করে ভারতের কাছে হস্তান্তর করতে চেয়েছিল: কর্নেল অলি

ছবি সংগৃহীত

 

ডেস্ক রিপোর্ট : লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম অভিযোগ করেছেন যে শেখ হাসিনা গত ১৬ বছরে পরিকল্পিতভাবে বাংলাদেশকে অর্থনৈতিক, সামাজিক, বিচারব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে পঙ্গু করে দিয়েছেন। তার দাবি, শেখ হাসিনা চেয়েছিলেন দেশকে দুর্বল করে ভারতের কাছে হস্তান্তর করতে।

 

এক রাজনৈতিক সমাবেশে কর্নেল অলি বলেন, “আমরা ভারতের দালাল মুক্ত বাংলাদেশ চাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। শেখ হাসিনা পালানোর আগে দেশকে সম্পূর্ণভাবে দুর্বল করে দিয়েছেন, যাতে তার অনুপস্থিতিতে কেউ আর দেশকে পুনরুদ্ধার করতে না পারে।

 

তিনি অভিযোগ করেন, ২০০৯ সালে বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনা সরাসরি জড়িত ছিলেন এবং ভারতের সামরিক বাহিনী, বিশেষ করে বিএসএফ, ওই হত্যাকাণ্ডে ভূমিকা রেখেছিল। তার দাবি, সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে ভারতের প্রভাবশালী ব্যক্তিদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

 

সম্প্রতি দেশব্যাপী ছাত্র ও রাজনৈতিক দলগুলোর আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের আন্দোলনের ফলে ভারতীয়রা বিশেষ বিমানে বাংলাদেশ ত্যাগ করেছে। আমরা দেখেছি, তারা আতঙ্কে পালিয়ে গেছে। কারণ, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সার্ভিস সেক্টরে ভারতের দালালরা নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। যতদিন না এদের হাত থেকে দেশকে মুক্ত করা যাবে, ততদিন বাংলাদেশ এগোতে পারবে না।

 

তিনি আরও অভিযোগ করেন, বর্তমান বিচারব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। আদালতে সুবিচার পাওয়া দুষ্কর হয়ে গেছে এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সরকারের নির্দেশে কাজ করছে। “জেলা কোর্টগুলো কার্যত অকার্যকর হয়ে পড়েছে। থানাগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে, কারণ অধিকাংশ ওসি হাসিনার অনুগত সেবক হিসেবে কাজ করছিল। এই প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার আশা করা যায় না,” বলেন কর্নেল অলি।

 

তিনি আরও বলেন, “দেশে গণহত্যাকারীদের বিচার হয়নি। আমাদের রাজনীতিবিদদের বিরুদ্ধে করা ১৬-১৭ হাজার মিথ্যা মামলা এখনো প্রত্যাহার হয়নি। আমরা কি তাহলে এক অরাজক রাষ্ট্রে বাস করছি?”

 

শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, “বর্তমান শিক্ষাব্যবস্থা ধ্বংসের মুখে। সর্বশেষ পরীক্ষায় শতকরা ৭০-৭৫ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে। শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আনতে হবে, তা না হলে ভবিষ্যৎ প্রজন্ম চাকরি ও উন্নয়নের সুযোগ পাবে না।

 

তিনি সকল দেশপ্রেমিক নাগরিকদের আহ্বান জানিয়ে বলেন, “আমাদের ঐক্যবদ্ধ হয়ে ভারতের দালালদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। নইলে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com