ছবি সংগৃহীত
স্পোর্টস ডেস্ক :চ্যাম্পিয়ন্স ট্রফিতে বি গ্রুপে আছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। নিজেদের প্রথম দুই ম্যাচ হারায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ইংলিশরা। জশ বাটলারের দল আজ মাঠে নামছে নিয়মরক্ষার তৃতীয় ম্যাচে। প্রোটিয়াদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাটলার।
টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই হারায় ইংলিশদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন শেষ হয়েছে। এদিকে এবারের আসর থেকে ইংল্যান্ড ছিটকে যাওয়ার পর থেকেই বাটলারকে নিয়ে একের পর এক সমালোচনা শুরু হয়েছিল। এরই ধারাবাহিকতায় অধিনায়কের পদ ছেড়েছেন বাটলার।
তবে বাটলার পদ ছাড়লেও আজকের ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনিই। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে খেলবেন না দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। তার বদলে নেতৃত্ব দিবেন এইডেন মার্করাম।
ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, বেন ডাকেট, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জেমি ওভারটন, জোফরা আর্চার, আদিল রশিদ, সাকিব মাহমুদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ: রায়ান রিকেলটন, ট্রিস্তান স্টাবস, রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), ডেভিড মিলার, ওয়ায়ান মুলডার, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, জন লুগিস সূূএ :ঢাকা মেইল ডটকম