সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বলিউডের দুই তারকা রানি মুখার্জী ও ঐশ্বরিয়া রাই বচ্চন। এক সময় ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু সেই বন্ধুত্ব ভেঙে যায় এবং তাদের সম্পর্কে সৃষ্টি হয় দূরত্ব। নেপথ্যে রয়েছে একাধিক জটিল ঘটনা।
গুঞ্জন ওঠে, অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বিয়ে করার সিদ্ধান্ত নেওয়াতেই কষ্ট পেয়েছিলেন রানি মুখার্জী। এমনকি শোনা যায়, বচ্চন পরিবারের বউ হওয়ার ইচ্ছা ছিল রানির। তবে, এটি শুধুই গুজব!
মূলত, রানি ও ঐশ্বরিয়ার সম্পর্কের অবনতি শুরু হয় ২০০২ সাল থেকে। সে বছর মুক্তি পেয়েছিল ‘চালতে চালতে’। ছবিতে ছিলেন শাহরুখ খান ও রানি। তবে প্রথম পছন্দ ছিলেন ঐশ্বরিয়া রাই। সেই অনুযায়ী শুটিংও শুরু হয়। কিন্তু কিছুদিন পর ছবিটি ছেড়ে দিতে বাধ্য হন ঐশ্বরিয়া।
শোনা যায়, ঐশ্বরিয়া ও শাহরুখের ঘনিষ্ঠ রসায়ন মেনে নিতে পারেননি তার সে সময়ের প্রেমিক সালমান খান। সালমান সেটে গিয়ে শাহরুখ ও পুরো টিমের সঙ্গে ঝামেলা করেন। পরিস্থিতি এতটাই বিব্রতকর হয়ে ওঠে যে, ছবিটি ছেড়ে দিতে বাধ্য হন ঐশ্বরিয়া। তার পরিবর্তে নেওয়া হয় রানিকে।
এতেই সম্পর্কের অবনতি শুরু হয়। ঐশ্বরিয়া যখন জানতে পারেন তার জায়গায় রানিকে নেওয়া হয়েছে, তখন তিনি মন খারাপ করেন এবং রানির সঙ্গে কথা বলা বন্ধ করে দেন।
এখানেই শেষ নয়! পরবর্তীতে, যখন অভিষেক ও ঐশ্বরিয়া বিয়ে করেন, তখন রানিকে আমন্ত্রণ জানানো হয়নি।
এক সাক্ষাৎকারে রানি মুখার্জী বলেন, “আমার কিন্তু ঐশ্বরিয়ার সঙ্গে কোনো সমস্যা নেই। ওর থাকতে পারে। সে নিজেই আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। তবে আশা রাখছি, সামনে দেখা হলে সব ঠিক হয়ে যাবে।”
তবে, পরবর্তীতে বহুবার তাদের মুখোমুখি দেখা হলেও সম্পর্ক আর স্বাভাবিক হয়নি।