ক্রিকেটের আইনে বড়সড় পরিবর্তন আইসিসির

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : ক্রিকেটে শুধু চার-ছক্কাই নয়, অসাধারণ ক্যাচও রোমাঞ্চে দর্শকদের সিট থেকে উঠতে বাধ্য করে। বিশেষ করে বাউন্ডারিতে নেওয়া এক ধরনের ক্যাচ এখন খুব নিয়মিত হয়ে গেছে। যেখানে ফিল্ডাররা শূন্যে লাফিয়ে উঠে, বল ছুড়ে বাউন্ডারির বাইরে গিয়ে, আবার ভেতরে ফিরে এসে ক্যাচ সম্পূর্ণ করেন।

 

আইসিসি এবার এই ধরনের ক্যাচের উপর রাশ টানতে চলেছে। কারণ আইসিসি বাউন্ডারির কাছে ধরা ক্যাচের নিয়মে বড় পরিবর্তন এনেছে।

 

আইসিসি ক্যাচ ধরার নতুন নিয়ম তাদের নতুন প্লেয়িং কন্ডিশনে অন্তর্ভুক্ত করেছে এবং এই পরিবর্তন এই মাস থেকেই কার্যকর হবে। যদিও মের্লবোন ক্রিকেট ক্লাব এটিকে তাদের আনুষ্ঠানিক নিয়মে অন্তর্ভুক্ত করবে ২০২৬ সালের অক্টোবরে।

নতুন নিয়মটি কী?

নতুন নিয়ম অনুসারে, এখন কোনো ফিল্ডার যদি বাউন্ডারির বাইরে থেকে শূন্যে থাকা অবস্থায় বলকে দু’বার বা তার বেশিবার স্পর্শ করেন, তবে সেই ক্যাচ বৈধ বলে গণ্য করা হবে না, বরং এটিকে ছক্কা ঘোষণা করা হবে। অর্থাৎ, এখন ফিল্ডার বাউন্ডারির বাইরে শূন্যে লাফিয়ে বলকে বারবার স্পর্শ করতে পারবেন না।

 

এর সবচেয়ে আলোচিত উদাহরণ বিগ ব্যাশ লিগ ২০২৩-এ দেখা গিয়েছিল। অস্ট্রেলীয় খেলোয়াড় মাইকেল নেসার বাউন্ডারির বাইরে গিয়ে শূন্যে বলটি ধরেন, তারপর শূন্যে লাফিয়ে বাউন্ডারির ভিতরে এসে ক্যাচ সম্পূর্ণ করেন। তখন সেই ক্যাচ বৈধ বলে গণ্য করা হয়েছিল, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এমন ক্যাচ এখন অবৈধ হবে এবং ব্যাটারকে ৬ রান দেওয়া হবে।

 

সূর্যকুমার যাদবের ক্যাচও আলোচনায়

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতীয় খেলোয়াড় সূর্যকুমার যাদবের বাউন্ডারি লাইনে নেওয়া অসাধারণ ক্যাচও সকলের মনে আছে। যদিও সূর্যকুমারের সেই ক্যাচ নিয়মের মধ্যে ছিল। তিনি বাউন্ডারি লাইনের বাইরে বলটিকে দু’বার শূন্যে স্পর্শ করেননি, কিন্তু এখন এমন ক্যাচ নিয়ে আইসিসির নিয়ম আরও বেশি কঠোর হয়েছে।

 

ওয়ানডে ম্যাচের নিয়মেও বড় পরিবর্তন

আইসিসি শুধু ক্যাচিংয়ের নিয়মেই পরিবর্তন আনেনি, বরং ওয়ানডের ম্যাচেও একটি গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন আনা হয়েছে। ওয়ানডের ম্যাচে এখন দু’টি নতুন বলের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। এখন ৫০ ওভারের ইনিংসের প্রথম ৩৪ ওভার পর্যন্ত দু’টি নতুন বল ব্যবহার করা হবে, যেমনটা এতদিন হয়ে এসেছে, কিন্তু ৩৫তম ওভার থেকে ফিল্ডিং দলকে এই দু’টি বলের মধ্যে থেকে একটি বল বেছে নিতে হবে, এবং ইনিংসের বাকি ১৬ ওভার সেই একটি বল দিয়ে করতে হবে।

 

কনকাশন বদলিতেও নতুন নির্দেশনা

সব ফরম্যাটেই কনকাশন বদলির ক্ষেত্রে এবার পাঁচটি নির্দিষ্ট ভূমিকায় বিকল্প খেলোয়াড়ের নাম ম্যাচ শুরুর আগেই জানাতে হবে ম্যাচ রেফারিকে। এই ভূমিকাগুলো হলো:

 

১ জন উইকেটকিপার
১ জন ব্যাটার
১ জন পেসার
১ জন স্পিনার
১ জন অলরাউন্ডার

এটি করা হয়েছে যেন আগামভাবে ভূমিকাভিত্তিক বদলি নির্ধারিত থাকে এবং বিতর্ক এড়ানো যায়।

 

এই বছর জানুয়ারিতে ভারতের শিভম দুবের জায়গায় হর্ষিত রানাকে কনকাশন বদলি হিসেবে নামানো নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল। কারণ দুবে ছিলেন ব্যাটিং অলরাউন্ডার, আর হর্ষিত মূলত পেসার। নতুন নিয়মে এমন পরিস্থিতি এড়ানো যাবে বলে আশা করা হচ্ছে।

 

তবে, যদি কোনো বদলি খেলোয়াড়ও চোট পেয়ে কনকাশনের শিকার হন, তখন নিয়ম অনুযায়ী ‘লাইক ফর লাইক’ ভিত্তিতে পাঁচজনের বাইরে থেকেও একজনকে অনুমতি দিতে পারবেন ম্যাচ রেফারি।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বাস ও ট্রাকের সংঘর্ষে বাস চালকের মৃত্যু,আহত ১৫

» সাহসী প্রশ্ন তুলুন, বিভ্রান্তি নয় সত্য সামনে আনুন: সাংবাদিকদের শফিকুল

» রিকশাচালক হত্যা মামলায় দুইজন গ্রেপ্তার

» উন্নয়ন প্রকল্পে দুর্নীতি বন্ধ করায় এখন কেউ পিডি হতে চান না

» নেপাল পারলে কেন পারবে না বাংলাদেশ?

» কুয়েত চেম্বারে বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধিদলের বিশেষ সভা

» শ্রীলঙ্কা জিতলে বাঁচবে স্বপ্ন, হারলে কঠিন সমীকরণ বাংলাদেশের

» সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

» ৬৮ কেজি গাঁজাসহ আটক ১

» গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ক্রিকেটের আইনে বড়সড় পরিবর্তন আইসিসির

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : ক্রিকেটে শুধু চার-ছক্কাই নয়, অসাধারণ ক্যাচও রোমাঞ্চে দর্শকদের সিট থেকে উঠতে বাধ্য করে। বিশেষ করে বাউন্ডারিতে নেওয়া এক ধরনের ক্যাচ এখন খুব নিয়মিত হয়ে গেছে। যেখানে ফিল্ডাররা শূন্যে লাফিয়ে উঠে, বল ছুড়ে বাউন্ডারির বাইরে গিয়ে, আবার ভেতরে ফিরে এসে ক্যাচ সম্পূর্ণ করেন।

 

আইসিসি এবার এই ধরনের ক্যাচের উপর রাশ টানতে চলেছে। কারণ আইসিসি বাউন্ডারির কাছে ধরা ক্যাচের নিয়মে বড় পরিবর্তন এনেছে।

 

আইসিসি ক্যাচ ধরার নতুন নিয়ম তাদের নতুন প্লেয়িং কন্ডিশনে অন্তর্ভুক্ত করেছে এবং এই পরিবর্তন এই মাস থেকেই কার্যকর হবে। যদিও মের্লবোন ক্রিকেট ক্লাব এটিকে তাদের আনুষ্ঠানিক নিয়মে অন্তর্ভুক্ত করবে ২০২৬ সালের অক্টোবরে।

নতুন নিয়মটি কী?

নতুন নিয়ম অনুসারে, এখন কোনো ফিল্ডার যদি বাউন্ডারির বাইরে থেকে শূন্যে থাকা অবস্থায় বলকে দু’বার বা তার বেশিবার স্পর্শ করেন, তবে সেই ক্যাচ বৈধ বলে গণ্য করা হবে না, বরং এটিকে ছক্কা ঘোষণা করা হবে। অর্থাৎ, এখন ফিল্ডার বাউন্ডারির বাইরে শূন্যে লাফিয়ে বলকে বারবার স্পর্শ করতে পারবেন না।

 

এর সবচেয়ে আলোচিত উদাহরণ বিগ ব্যাশ লিগ ২০২৩-এ দেখা গিয়েছিল। অস্ট্রেলীয় খেলোয়াড় মাইকেল নেসার বাউন্ডারির বাইরে গিয়ে শূন্যে বলটি ধরেন, তারপর শূন্যে লাফিয়ে বাউন্ডারির ভিতরে এসে ক্যাচ সম্পূর্ণ করেন। তখন সেই ক্যাচ বৈধ বলে গণ্য করা হয়েছিল, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এমন ক্যাচ এখন অবৈধ হবে এবং ব্যাটারকে ৬ রান দেওয়া হবে।

 

সূর্যকুমার যাদবের ক্যাচও আলোচনায়

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতীয় খেলোয়াড় সূর্যকুমার যাদবের বাউন্ডারি লাইনে নেওয়া অসাধারণ ক্যাচও সকলের মনে আছে। যদিও সূর্যকুমারের সেই ক্যাচ নিয়মের মধ্যে ছিল। তিনি বাউন্ডারি লাইনের বাইরে বলটিকে দু’বার শূন্যে স্পর্শ করেননি, কিন্তু এখন এমন ক্যাচ নিয়ে আইসিসির নিয়ম আরও বেশি কঠোর হয়েছে।

 

ওয়ানডে ম্যাচের নিয়মেও বড় পরিবর্তন

আইসিসি শুধু ক্যাচিংয়ের নিয়মেই পরিবর্তন আনেনি, বরং ওয়ানডের ম্যাচেও একটি গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন আনা হয়েছে। ওয়ানডের ম্যাচে এখন দু’টি নতুন বলের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। এখন ৫০ ওভারের ইনিংসের প্রথম ৩৪ ওভার পর্যন্ত দু’টি নতুন বল ব্যবহার করা হবে, যেমনটা এতদিন হয়ে এসেছে, কিন্তু ৩৫তম ওভার থেকে ফিল্ডিং দলকে এই দু’টি বলের মধ্যে থেকে একটি বল বেছে নিতে হবে, এবং ইনিংসের বাকি ১৬ ওভার সেই একটি বল দিয়ে করতে হবে।

 

কনকাশন বদলিতেও নতুন নির্দেশনা

সব ফরম্যাটেই কনকাশন বদলির ক্ষেত্রে এবার পাঁচটি নির্দিষ্ট ভূমিকায় বিকল্প খেলোয়াড়ের নাম ম্যাচ শুরুর আগেই জানাতে হবে ম্যাচ রেফারিকে। এই ভূমিকাগুলো হলো:

 

১ জন উইকেটকিপার
১ জন ব্যাটার
১ জন পেসার
১ জন স্পিনার
১ জন অলরাউন্ডার

এটি করা হয়েছে যেন আগামভাবে ভূমিকাভিত্তিক বদলি নির্ধারিত থাকে এবং বিতর্ক এড়ানো যায়।

 

এই বছর জানুয়ারিতে ভারতের শিভম দুবের জায়গায় হর্ষিত রানাকে কনকাশন বদলি হিসেবে নামানো নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল। কারণ দুবে ছিলেন ব্যাটিং অলরাউন্ডার, আর হর্ষিত মূলত পেসার। নতুন নিয়মে এমন পরিস্থিতি এড়ানো যাবে বলে আশা করা হচ্ছে।

 

তবে, যদি কোনো বদলি খেলোয়াড়ও চোট পেয়ে কনকাশনের শিকার হন, তখন নিয়ম অনুযায়ী ‘লাইক ফর লাইক’ ভিত্তিতে পাঁচজনের বাইরে থেকেও একজনকে অনুমতি দিতে পারবেন ম্যাচ রেফারি।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com