সংগৃহীত ছবি
শোবিজ ডেস্ক :বলিউডের কিং খান এবার শুধু পর্দায় নয়, শুটিং সেটেও ‘কোচ’ হিসেবে ব্যস্ত। মেয়ের বড় পর্দায় অভিষেককে নিখুঁত করতে অ্যাকশন দৃশ্যের প্রশিক্ষণ দিচ্ছেন স্বয়ং শাহরুখ খান। আসন্ন ছবি ‘কিং’ এ প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন শাহরুখ ও সুহানা খান, এ কারণেই ছবিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে।
ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরেই বাবা-মেয়ের এই যৌথ অভিষেক নিয়ে আলোচনা চললেও শাহরুখ বা সুহানা কেউই প্রকাশ্যে তেমন কিছু বলেননি। তবে জানা গেছে, শুটিং সেটেই শাহরুখ তৈরি করেছেন বিশেষ ট্রেনিং জোন, যেখানে অ্যাকশন দৃশ্যের প্রায় সব অনুশীলন হচ্ছে তাঁর সরাসরি তত্ত্বাবধানে।
সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে উপস্থিত ছিলেন কোরিওগ্রাফার-পরিচালক ফারহা খান। সেখানেই তিনি জানান, কীভাবে ‘কিং’ এর অ্যাকশন দৃশ্যের জন্য মেয়েকে হাতে-কলমে প্রশিক্ষণ দিচ্ছেন শাহরুখ।
ভারত ও ইউরোপের বিভিন্ন স্থানে শুটিং হয়েছে ‘কিং’ এর। বড় বাজেট, আন্তর্জাতিক টিম ও অ্যাকশন-নির্ভর কনটেন্টের কারণে ছবিটি নিয়ে দর্শকের প্রত্যাশাও বিপুল।
ছবিটি ২০২৬ সালে মুক্তি পাবে বলে ধারণা করা হচ্ছে।
সূূএ: বাংলাদেশ প্রতিদিন







