সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : গুগল এবার ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে। যার নাম আইডেন্টিটি চেক। গুগলের আইডেন্টি চেক ফিচার একটি সুরক্ষা ব্যবস্থা যা ব্যবহারকারীর পরিচয় যাচাই করতে সাহায্য করে। এটি বিশেষ করে ডিজিটাল বিজ্ঞাপন, অনলাইন পেমেন্ট, অ্যাকাউন্ট সিকিউরিটি এবং অন্যান্য ডিজিটাল পরিষেবাগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয়।
গুগল মূলত এই ফিচারটি ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করা, জালিয়াতি প্রতিরোধ করা এবং বিশ্বস্ততার ভিত্তিতে অনলাইন কার্যক্রম পরিচালনা করতে সাহায্য করার জন্য চালু করেছে। আইডেন্টি চেক ফিচারের বেশ অনেকগুলো সুবিধা পাবেন-
নিরাপত্তা নিশ্চিতকরণ- ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাকিং ও অননুমোদিত প্রবেশ রোধ করে। স্প্যাম বা প্রতারণামূলক অ্যাকাউন্টের সংখ্যা কমায়।
অনলাইন লেনদেন সহজ ও নিরাপদ করা- ডিজিটাল পেমেন্ট, গুগল অ্যাডস ও অন্যান্য অনলাইন সেবার ক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করে। প্রতারণামূলক লেনদেন প্রতিরোধ করে।
বিজ্ঞাপনদাতাদের জন্য নিরাপত্তা বৃদ্ধি- গুগল অ্যাডস ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করে, যাতে ভুয়া বিজ্ঞাপনদাতারা প্ল্যাটফর্মে প্রবেশ করতে না পারে। বিশ্বাসযোগ্য বিজ্ঞাপনদাতাদের সংখ্যা বাড়িয়ে দেয়।
জালিয়াতি ও ভুয়া তথ্য প্রতিরোধ- গুগল সার্ভিসগুলোতে ভুয়া তথ্য বা ভুয়া অ্যাকাউন্ট প্রতিরোধ করে। ব্যবহারকারীদের জন্য একটি বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করে।
নিয়ন্ত্রক সংস্থার নীতিমালা অনুসরণ- অনেক দেশ ও সংস্থা অনলাইন পরিচয় যাচাইয়ের জন্য কঠোর আইন চালু করেছে। গুগল এই ফিচারের মাধ্যমে সেসব আইন মেনে চলে, যা তাদের বৈধতা বাড়ায়।
সূূএ: বাংলাদেশ প্রতিদিন