সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক :হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ডাকাতের হামলায় ব্যবসায়ী মহসিন মিয়া নিহতের ঘটনায় সালমান উদ্দিন (২৭) নামে আরো এক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাতে চুনারুঘাট থানাধীন শিমলুতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
পরে দুপুরে তাকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। ডাকাত সালমান উদ্দিন চুনরুঘাট উপজেলার উলুকান্দ গ্রামের জালাল উদ্দিনের পুত্র। বিষয়টি নিশ্চিত করেন সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও সহাকারি পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল। এর আগে একই ঘটনায় আরো ৫ ডাকাতকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।