ফাইল ছবি
অনলাইন ডেস্ক : যাত্রাবাড়ীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কাউসার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে যাত্রাবাড়ীর মাতুয়াইল মাদরাসা রোড এলাকায় ঘটনাটি ঘটেছে।
যাত্রাবাড়ী থানার ভার(৭ ফেব্রুয়ারি) প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, রাতে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় কাউসারকে তিন-চারজন ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত কাউসার একটি কারখানার কর্মচারী ছিলেন। তবে যতটুকু জানা গেছে, ছিনতাইকারীরা নিহতের ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে গেছে। বিস্তারিত ঘটনা জানার জন্য পুলিশ কাজ করছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।