ফাইল ফটো
অনলাইন ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে দুর্বৃত্তদের হামলায় মুহাম্মদ শহিদ (৪৫) নামের এক যুবক খুন হয়েছেন।
শনিবার রাতে ওই ইউনিয়নের বড় বেতুয়া এলাকার সেলিমের দোকানের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় চন্দ্রবানু (৫৫) নামের এক নারী আহত হয়েছেন। নিহত শহিদের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা। তিনি স্ত্রীকে নিয়ে ওই এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। পেশায় দোকান কর্মচারি ছিলেন।
ফটিকছড়ির দাঁতমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ শামসুদ্দিন জানান, শহিদ শ্রমিকের কাজের পাশাপাশি স্থানীয় এক ব্যক্তির অধীনে ইট, বালি আনা নেওয়ার কাজ করতেন। এসব নিয়ে স্থানীয় একটি পক্ষের সাথে বিরোধের জেরে হামলার শিকার হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার সন্ধ্যার পর স্থানীয় সেলিমের দোকান থেকে বাড়ি ফেরার পথে ১০/১৫ জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে শহিদের উপর হামলা চালায়। এসময় চিৎকার শুনে স্থানীয় চন্দ্রবানু নামের এক নারী শহীদকে রক্ষা করতে গিয়ে আহত হন। স্থানীয়রা এসে শহিদের নিথর দেহ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শহিদের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।