ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় দালালসহ ৩ বাংলাদেশি আটক

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় এক দালালসহ ৩ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

 

শুক্রবার  রাত ৭টা ১৫ মিনিটে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মুহুরীজোত সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

একই দিন রাতে ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

আটকরা হলেন— ঠাকুরগাঁও জেলার সদরের আলমপুর গ্রামের মৃত নীলমোহন রায়ের ছেলে শ্রী নিতাই চন্দ্র রায় (৩৫) ও নিতাই চন্দ্র রায়ের মেয়ে শ্রী ভূমি রানী ওরফে শ্রেয়া (০৭) এবং একই সময় আটক হয় পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের শিবচন্ডি গ্রামের মকবুল হোসেনের ছেয়ে দালাল সাদ্দাম (৩০)।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের মাগুরমারী বিওপির একটি চৌকষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পঞ্চগড় সদর উপজেলার মাগুরমারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৪২/৯-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুহুরীজোত সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় তাদের আটক করে।

 

এ সময় জব্দ করা হয়েছে কাঁটাতারের বেড়া কাঁটার ১টি প্লাস, ব্যক্তিগত ২টি মোবাইল ফোন, রুপার নুপুর ১ জোড়া এবং বাংলাদেশি নগদ ২০ হাজার ১৬০ টাকা।

পরে বিওপিতে আটক করা দালালকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, ৩০ হাজার টাকার বিনিময়ে তাদের বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সহায়তা করে। তবে অভিযানের সময় দালাল চক্রের আরও ৮ জন সদস্য বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পলাতক ৮ জন দালাল চক্রের সদস্যকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এবং আটকদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তরসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা ও চোরাচালান, অবৈধ মাদক রোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এরই প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে দালালসহ তাদের আটক করা হয়। তবে আটকরা কি কারণে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করছিল তা জানা যায়নি।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের নতুন নির্দেশনা

» থাইল্যান্ডে শিক্ষা সফরের বাস উল্টে ১৮ জনের মৃত্যু

» দিনাজপুরে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ১৩

» আমরা ক্ষমতায় গেলে পুঁজিবাজারকে ধারণ করব : আমীর খসরু

» নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নিতে পারছে না: রিজভী

» রাজনীতিতে সংকট সৃষ্টি করে নির্বাচন বিলম্ব করবেন না: ফারুক

» আহতদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

» ব্যবসায়ীকে খুন করে টাকা ছিনতাইয়ের

» প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জুলাই আন্দোলনে আহতদের অবস্থান

» ‘তাঁতিদের স্বার্থ রক্ষায় দ্রুত প্রয়োজনীয় সংস্কার করা হবে’

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় দালালসহ ৩ বাংলাদেশি আটক

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় এক দালালসহ ৩ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

 

শুক্রবার  রাত ৭টা ১৫ মিনিটে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মুহুরীজোত সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

একই দিন রাতে ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

আটকরা হলেন— ঠাকুরগাঁও জেলার সদরের আলমপুর গ্রামের মৃত নীলমোহন রায়ের ছেলে শ্রী নিতাই চন্দ্র রায় (৩৫) ও নিতাই চন্দ্র রায়ের মেয়ে শ্রী ভূমি রানী ওরফে শ্রেয়া (০৭) এবং একই সময় আটক হয় পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের শিবচন্ডি গ্রামের মকবুল হোসেনের ছেয়ে দালাল সাদ্দাম (৩০)।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের মাগুরমারী বিওপির একটি চৌকষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পঞ্চগড় সদর উপজেলার মাগুরমারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৪২/৯-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুহুরীজোত সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় তাদের আটক করে।

 

এ সময় জব্দ করা হয়েছে কাঁটাতারের বেড়া কাঁটার ১টি প্লাস, ব্যক্তিগত ২টি মোবাইল ফোন, রুপার নুপুর ১ জোড়া এবং বাংলাদেশি নগদ ২০ হাজার ১৬০ টাকা।

পরে বিওপিতে আটক করা দালালকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, ৩০ হাজার টাকার বিনিময়ে তাদের বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সহায়তা করে। তবে অভিযানের সময় দালাল চক্রের আরও ৮ জন সদস্য বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পলাতক ৮ জন দালাল চক্রের সদস্যকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এবং আটকদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তরসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা ও চোরাচালান, অবৈধ মাদক রোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এরই প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে দালালসহ তাদের আটক করা হয়। তবে আটকরা কি কারণে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করছিল তা জানা যায়নি।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com