সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্তে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মো. জাহাঙ্গীর (৪৫) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার দূর্লভপুর ইউনিয়নের বালুটঙ্গি গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে ওই মাদক চোরাকারবারিকে আটক করা হয়।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মনির-উজ-জামান বিষয়টি নিশ্চিত করেন।
আটক ব্যক্তির নাম মো. জাহাঙ্গীর।
বিজিবি জানায়, বিজিবি গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারে, বালুটঙ্গি গ্রামের মাঠের মধ্যে দিয়ে মাদক চোরাচালান হওয়ার সম্ভবনা রয়েছে। এর প্রেক্ষিতে বিজিবি ওই স্থানে টহলদল জোরদার করে। শনিবার ভোর ৫টার দিকে দূর্লভপুর ইউনিয়নের বালুটঙ্গি গ্রামে সন্দেহভাজন একজন ব্যক্তিকে মাঠের মধ্যে দিয়ে আসতে দেখে বিজিবি। এসময় থামার সংকেত দিলে সে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করে। পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে বডিতে ফিটিং অবস্থায় ২০ বোতল ভারতীয় ফেনসিডিল খুঁজে পায় বিজিবি।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মনির-উজ-জামান জানান, সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে এবং কার্যক্রম অব্যাহত থাকবে।
আটক ব্যক্তিকে শিবগঞ্জ থানায় মাদকসহ হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মনির-উজ-জামান।