প্রেম না মোহ? সম্পর্ক শুরুর আগে ভাবুন এই ৩ বিষয়ে

সংগৃহীত ছবি

 

লাইফস্টাইল ডেস্ক :প্রেমে পড়ার জন্য নির্দিষ্ট কোনো কারণ লাগে না। কখন যে কে কার মনে দোলা তোলে তা জানা যায় না। প্রেমের শুরুর দিনগুলো হয় স্বপ্নের মতো। একটা ঘোরের মধ্যে থাকে দুজন মানুষ। এসময় নাকি করলা খেতেও মিষ্টি লাগে। আর ঘোর কাটতেই সুর কাটে প্রেমের ছন্দের। দেখা দেয় নানা সমস্যা।

 

আসলে প্রেম আর মোহর পার্থক্য বোঝেন না বেশিরভাগ মানুষ। প্রেমে পড়লেই তা ভালোবাসা ভাবছেন। কয়েক মাস পার হতেই কেটে যাচ্ছে প্রেমের মোহ। আর তখন ‘আউট অফ লাভ’ ফিল হয়। সামনের মানুষটার কোনো কিছুই এই পর্যায়ে ভালো লাগে না। অথচ প্রেমে পড়ার সময় ওই ব্যক্তির সবকিছু ভালো লাগছিল।

couple

বিশেষজ্ঞদের মতে, মোহের বশে কোনো সম্পর্কে না জড়ানোই ভালো। তাই সম্পর্ক শুরু করার আগে জেনে রাখুন এটা প্রেম নাকি মোহ। মানুষটি আপনার ভালোবাসা নাকি কেবল ক্রাশ।

ভুল চোখে পড়েই না 

আপনি যদি কারো ওপর ক্রাশ খান তাহলে তার কোনো ভুলই চোখে পড়বে না। সে কোনো বিষয়ে ভুল করলেও তা আপনার কাছে ঠিক মনে হবে। বারবার তাকে সেফ গার্ড করার চেষ্টা করবেন। কিন্তু আপনি যদি কাউকে সত্যিই ভালোবাসেন তাহলে তার ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলবেন। তিনি কোনো ভুল করলে তাকে বোঝাবেন। তার ভুল শুধরে দেওয়ার চেষ্টা করবেন।

couple1

হিংসা হয়

পার্টনার অন্য কারো সঙ্গে কথা বললেই কি আপনার হিংসা হয়? তিনি অন্য কারো সঙ্গে সময় কাটালেই খারাপ লাগে? সম্পর্কের শুরুর দিকে এমন ঘটনা ঘটে। তবে এটি কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ‘রেড ফ্ল্যাগ’। পার্টনার অন্য কারো সঙ্গে মিশলেও যদি আপনার খারাপ লাগে তাহলে বুঝবেন এটা ভালোবাসা নয়। যাকে আপনি ভালোবাসবেন তাকে নিয়ন্ত্রণের চেষ্টা করবেন না। বরং আপনি জানবেন অন্য কারো সঙ্গে মিশলেও তার কোনো প্রভাব সম্পর্কে পড়বে না।

নিজেকে গুরুত্ব দিচ্ছেন না 

প্রেমে পড়ে হাওয়ায় ভাসছেন? সারাক্ষণ খালি তার কথাই ভেবে চলেছেন। এতটুকু পর্যন্ত মানা যায়। কিন্তু পার্টনারকে নিয়ে ভাবতে ভাবতে নিজেকেই ভুলতে বসেছেন, এমনটা যেন না হয়। সবসময় কেবল পার্টনারের ভালো লাগা, মন্দ লাগাকে গুরুত্ব দেওয়াও ঠিক নয়। প্রথমে নিজেকে ভালোবাসা উচিত। তাহলেই আপনি কারোর যোগ্য সঙ্গী হয়ে উঠতে পারবেন। নিজেকে যেমন ভালোবাসবেন, তেমনই সঙ্গীরও কেয়ার করতে পারবেন।

couple2

ভালোবাসা নাকি মোহ তা আগে বুঝুন, তারপর সম্পর্কে আগান। এতে পরবর্তীতে কষ্ট পাওয়ার আশঙ্কা কম থাকবে।  সূএ : ঢাকা মেইল ডটকম

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে: নাহিদ ইসলাম

» তৌহিদ আফ্রিদিকে বরিশালে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে সিআইডি-পুলিশ

» পিআর পদ্ধতি অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে: তাহের

» এনসিপি নেতা আহতের ঘটনায় রুমিন ফারহানার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সারজিস আলম

» খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

» কাঠামোগত পরিবর্তন না এলে নির্বাচন প্রত্যাখ্যান করব: নাহিদ ইসলাম

» জাতীয় যুব ফোরাম, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ক্রীড়া সরঞ্জাম বিতরণ

» বড়াইগ্রামে ছাত্র শিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 

» ৮২৮ ফ্যান ফেস্টিভালে ১০০০০ মিলিঅ্যাম্পিয়ারের বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি

»  মোরেলগঞ্জে বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্রেম না মোহ? সম্পর্ক শুরুর আগে ভাবুন এই ৩ বিষয়ে

সংগৃহীত ছবি

 

লাইফস্টাইল ডেস্ক :প্রেমে পড়ার জন্য নির্দিষ্ট কোনো কারণ লাগে না। কখন যে কে কার মনে দোলা তোলে তা জানা যায় না। প্রেমের শুরুর দিনগুলো হয় স্বপ্নের মতো। একটা ঘোরের মধ্যে থাকে দুজন মানুষ। এসময় নাকি করলা খেতেও মিষ্টি লাগে। আর ঘোর কাটতেই সুর কাটে প্রেমের ছন্দের। দেখা দেয় নানা সমস্যা।

 

আসলে প্রেম আর মোহর পার্থক্য বোঝেন না বেশিরভাগ মানুষ। প্রেমে পড়লেই তা ভালোবাসা ভাবছেন। কয়েক মাস পার হতেই কেটে যাচ্ছে প্রেমের মোহ। আর তখন ‘আউট অফ লাভ’ ফিল হয়। সামনের মানুষটার কোনো কিছুই এই পর্যায়ে ভালো লাগে না। অথচ প্রেমে পড়ার সময় ওই ব্যক্তির সবকিছু ভালো লাগছিল।

couple

বিশেষজ্ঞদের মতে, মোহের বশে কোনো সম্পর্কে না জড়ানোই ভালো। তাই সম্পর্ক শুরু করার আগে জেনে রাখুন এটা প্রেম নাকি মোহ। মানুষটি আপনার ভালোবাসা নাকি কেবল ক্রাশ।

ভুল চোখে পড়েই না 

আপনি যদি কারো ওপর ক্রাশ খান তাহলে তার কোনো ভুলই চোখে পড়বে না। সে কোনো বিষয়ে ভুল করলেও তা আপনার কাছে ঠিক মনে হবে। বারবার তাকে সেফ গার্ড করার চেষ্টা করবেন। কিন্তু আপনি যদি কাউকে সত্যিই ভালোবাসেন তাহলে তার ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলবেন। তিনি কোনো ভুল করলে তাকে বোঝাবেন। তার ভুল শুধরে দেওয়ার চেষ্টা করবেন।

couple1

হিংসা হয়

পার্টনার অন্য কারো সঙ্গে কথা বললেই কি আপনার হিংসা হয়? তিনি অন্য কারো সঙ্গে সময় কাটালেই খারাপ লাগে? সম্পর্কের শুরুর দিকে এমন ঘটনা ঘটে। তবে এটি কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ‘রেড ফ্ল্যাগ’। পার্টনার অন্য কারো সঙ্গে মিশলেও যদি আপনার খারাপ লাগে তাহলে বুঝবেন এটা ভালোবাসা নয়। যাকে আপনি ভালোবাসবেন তাকে নিয়ন্ত্রণের চেষ্টা করবেন না। বরং আপনি জানবেন অন্য কারো সঙ্গে মিশলেও তার কোনো প্রভাব সম্পর্কে পড়বে না।

নিজেকে গুরুত্ব দিচ্ছেন না 

প্রেমে পড়ে হাওয়ায় ভাসছেন? সারাক্ষণ খালি তার কথাই ভেবে চলেছেন। এতটুকু পর্যন্ত মানা যায়। কিন্তু পার্টনারকে নিয়ে ভাবতে ভাবতে নিজেকেই ভুলতে বসেছেন, এমনটা যেন না হয়। সবসময় কেবল পার্টনারের ভালো লাগা, মন্দ লাগাকে গুরুত্ব দেওয়াও ঠিক নয়। প্রথমে নিজেকে ভালোবাসা উচিত। তাহলেই আপনি কারোর যোগ্য সঙ্গী হয়ে উঠতে পারবেন। নিজেকে যেমন ভালোবাসবেন, তেমনই সঙ্গীরও কেয়ার করতে পারবেন।

couple2

ভালোবাসা নাকি মোহ তা আগে বুঝুন, তারপর সম্পর্কে আগান। এতে পরবর্তীতে কষ্ট পাওয়ার আশঙ্কা কম থাকবে।  সূএ : ঢাকা মেইল ডটকম

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com