সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : গ্রিস উপকূলে একটি অর্ধ ডুবে যাওয়া নৌকা থেকে ১৭ জন আশ্রয়প্রার্থীর মরদেহ এবং গুরুতর অসুস্থ দুজনকে উদ্ধার করা হয়েছে।
দেশটির ক্রিট দ্বীপের দক্ষিণ-পশ্চিমে প্রায় ২৬ নটিক্যাল মাইল দূরে ওই নৌকাটি ভাসছিল। গতকাল শনিবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির কোস্টগার্ড।
মুখপাত্র জানিয়েছে, খারাপ আবহাওয়া, পানিশূন্যতা ও অমানবিক এই যাত্রার মাধ্যমে তারা ইউরোপে পৌঁছাতে চেয়েছিলেন। তাদের নৌকায় কোনো খাবার বা পানি ছিল না। বিরূপ আবহাওয়ায় পড়ে নৌকাটি ক্ষতিগ্রস্ত হয়ে পানি প্রবেশ করছিল।
ক্রিটের ইরিয়াপেট্রা বন্দরের মেয়র মানোলিস ফ্রানগৌলিস বলেন, নিহতরা সবাই তরুণ। নৌকাটির সংকীর্ণ জায়গায় গাদাগাদি করে তারা লিবিয়া থেকে দীর্ঘ পথ পাড়ি জমান। তারা পানিশূন্যতার কারণে মারা গেছেন কি না ময়নাতদন্তকারীরা জানার চেষ্টা করছে।
এথেন্স নিউজ এজেন্সি জানিয়েছে, তুরস্কের একটি কার্গো জাহাজ প্রথম ওই নৌকাটিকে দেখতে পেয়ে গ্রিক কর্তৃপক্ষকে খবর দেয়। পরে কোস্টগার্ড দ্রুত দুটি জাহাজ পাঠায়। ইইউ সীমান্তরক্ষী সংস্থা ফ্রন্টেক্সও উদ্ধারকাজে যোগ দয়ে। তারা একটি নৌযান, একটি বিমান ও একটি সুপার পুমা হেলিকপ্টার পাঠায়।
গত এক বছরে, অভিবাসী ও আশ্রয়প্রার্থীরা লিবিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নের অঞ্চলে পৌঁছানোর জন্য পূর্ব ভূমধ্যসাগরের ক্রিট দ্বীপকে ব্যবহার করছেন। সূত্র: আল-জাজিরা







