শক্তিশালী এসডি৬৮৫ প্রসেসর ও ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী স্মার্টফোন অপো এ৬এক্স

এ বছরের ও’ ফ্যানস ফেস্টিভালে উদ্দীপনা বাড়াতে বাজারে নতুন অপো এ৬এক্স নিয়ে এলো শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে গত ০৪ ডিসেম্বর থেকে ফোনটির বিক্রি শুরু হয়েছে। যারা সারাদিন তাদের ফোনে পাওয়ার চান এবং বিশেষ মুহূর্তগুলো উপভোগ করতে চান তাদের জন্য এই ফোনটি নিয়ে আসা হয়েছে। স্ট্রেন্থ, স্মুথনেস ও সারাদিনের নির্ভরযোগ্যতার এক অনন্য সমন্বয় এই ডিভাইসটি।
ভোরবেলার অ্যালার্ম থেকে শুরু করে গভীর রাতের বিনোদন পর্যন্ত, এ৬এক্স-এর প্রতিটি অংশই যেন বাস্তব জীবনের প্রয়োজনকে ঘিরে তৈরি করা হয়েছে। প্রধান আকর্ষণ হিসেবে ফোনটিতে রয়েছে স্নাপড্রাগন ৬৮৫ প্রসেসর, যা দ্রুত ও স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করে। অ্যাপ পরিবর্তন থেকে শুরু করে কনটেন্ট স্ট্রিমিং, কিংবা ক্লাস অথবা মিটিংয়ের ফাঁকে দ্রুত গেমিং; সবই করা যায় তাৎক্ষণিক ও সাবলীলভাবে। ডিভাইসটির এই নির্ভরযোগ্য কার্যক্ষমতা ব্যবহারকারীদের প্রতিদিনের কাজকে আরও সহজ করে তোলে।
সাধারণের থেকে বেশি কিছু করার আত্মবিশ্বাস নিয়ে এ৬এক্সে ব্যবহার করা হয়েছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ও দীর্ঘস্থায়ী ব্যাটারি, যা ব্যস্ততম দিনের পরেও ফোনটিকে সচল রাখতে সক্ষম। এতে ব্যবহারকারীরা চার্জ দেওয়ার চিন্তা ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা প্রোডাক্টিভিটি, বিনোদন, ফটোগ্রাফি ও কমিউনিকেশন চালিয়ে যেতে পারেন। এমনকি ভ্রমণ বা আউটডোর অ্যাকটিভিটির ব্যস্ত দিনগুলোতেও এই ব্যাটারি শক্তিশালী সাপোর্ট দিবে। পাশাপাশি, জরুরি মুহূর্তে অন্য ডিভাইসে চার্জ দেওয়ার জন্য এতে রয়েছে রিভার্স ওয়্যার্ড চার্জিং ফিচার, যা ডিভাইসটিকে পকেট-আকারের পাওয়ার সোর্সে পরিণত করেছে।
ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করতে এতে যুক্ত হয়েছে ১২০ হার্জ আলট্রা ব্রাইট ডিসপ্লে। এতে ব্যবহারকারীরা পাবেন স্মুথ স্ক্রলিং ও পরিচ্ছন্ন ভিজ্যুয়াল। ফল হিসেবে, ভিডিও দেখা এখন আরও প্রাণবন্ত হবে; ফটো ব্রাউজিং হবে আরও সাবলীল ও চোখের জন্য আরামদায়ক। এটি এমন একটি ডিসপ্লে যা আপনার ছোট ছোট মুহূর্তগুলোতে নতুন মাত্রা যোগ করবে।
ফোনটির অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে এর দীর্ঘমেয়াদী স্মুথনেস। দীর্ঘ সময় ফোনটিকে নতুনের মতো রাখতে অপো নিয়ে এসেছে ৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন, যা নিশ্চিত করে চার বছর পরেও ডিভাইসটি প্রথম দিনের মতোই স্মুথ থাকবে। কনটেন্ট তৈরি, ট্রেন্ড ফলো করা বা কাজের ব্যস্ততার মাঝেও ব্যবহারকারীরা ডিভাইসটিকে বছরের পর বছর স্থিতিশীল অবস্থায় পাবেন।
অপো এ৬এক্সের ভেতরের সক্ষমতার সাথে মিল রেখে এর ডিজাইনেও আধুনিক নান্দনিকতা আনা হয়েছে। আইস ব্লু ও প্লাম পার্পলের মতো অনন্য দুইটি রঙে নিয়ে আসা এই ডিভাইসটি চোখের জন্য স্বাচ্ছন্দ্যদায়ক। এর শক্তিশালী প্রসেসর ও ব্যাটারি, হাই রিফ্রেশ রেট ও দীর্ঘমেয়াদী স্মুথনেস এটিকে সুপার পাওয়ার ও সুপার ফান দুইক্ষেত্রেই বাকিদের চেয়ে অনন্য করে তুলেছে।
এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিসট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “যারা প্রতিদিনের সক্ষমতা ও বিনোদনের ক্ষেত্রে নির্ভরযোগ্য ডিভাইস চান, তাদের জন্য বিশেষভাবে অপো এ৬এক্স নিয়ে আসা হয়েছে। এর স্ন্যাপড্রাগন ৬৮৫ ও ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আপনাকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে। এর দীর্ঘমেয়াদী ফ্লুয়েন্সি প্রোটেকশন ব্যবহারকারীদের জন্য বছরের পর বছর ধরে আস্থা ও সমৃদ্ধ অভিজ্ঞতা জোগাবে।”
এখন দেশজুড়ে অপোর সকল অনুমোদিত আউটলেট ও অনলাইন চ্যানেলে অপো এ৬এক্স-এর ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে মাত্র ১৩,৯৯০ টাকায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, থামানো গেছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ

» একটি মহল নির্বাচন বানচাল করে দেশে এক-এগারো ঘটাতে চায় : রাশেদ খান

» দেশের প্রয়োজনে খালেদা জিয়াকে এই মুহূর্তে খুব প্রয়োজন: বাবর

» শনিবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

» নতুন বাংলাদেশ গড়তে খালেদা জিয়ার সুস্থতা অপরিহার্য: আমানউল্লাহ আমান

» জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ১২ দলীয় জোট

» ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ

» ফ্যাসিবাদীরা বিদায় নিলেও দেশ ফ্যাসিবাদমুক্ত হয়নি: জামায়াত আমির

» খালেদা জিয়াকে দেখতে আবারও হাসপাতালে জুবাইদা রহমান

» ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণতন্ত্রের ভয়ংকর শত্রু: তারেক রহমান

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শক্তিশালী এসডি৬৮৫ প্রসেসর ও ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী স্মার্টফোন অপো এ৬এক্স

এ বছরের ও’ ফ্যানস ফেস্টিভালে উদ্দীপনা বাড়াতে বাজারে নতুন অপো এ৬এক্স নিয়ে এলো শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে গত ০৪ ডিসেম্বর থেকে ফোনটির বিক্রি শুরু হয়েছে। যারা সারাদিন তাদের ফোনে পাওয়ার চান এবং বিশেষ মুহূর্তগুলো উপভোগ করতে চান তাদের জন্য এই ফোনটি নিয়ে আসা হয়েছে। স্ট্রেন্থ, স্মুথনেস ও সারাদিনের নির্ভরযোগ্যতার এক অনন্য সমন্বয় এই ডিভাইসটি।
ভোরবেলার অ্যালার্ম থেকে শুরু করে গভীর রাতের বিনোদন পর্যন্ত, এ৬এক্স-এর প্রতিটি অংশই যেন বাস্তব জীবনের প্রয়োজনকে ঘিরে তৈরি করা হয়েছে। প্রধান আকর্ষণ হিসেবে ফোনটিতে রয়েছে স্নাপড্রাগন ৬৮৫ প্রসেসর, যা দ্রুত ও স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করে। অ্যাপ পরিবর্তন থেকে শুরু করে কনটেন্ট স্ট্রিমিং, কিংবা ক্লাস অথবা মিটিংয়ের ফাঁকে দ্রুত গেমিং; সবই করা যায় তাৎক্ষণিক ও সাবলীলভাবে। ডিভাইসটির এই নির্ভরযোগ্য কার্যক্ষমতা ব্যবহারকারীদের প্রতিদিনের কাজকে আরও সহজ করে তোলে।
সাধারণের থেকে বেশি কিছু করার আত্মবিশ্বাস নিয়ে এ৬এক্সে ব্যবহার করা হয়েছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ও দীর্ঘস্থায়ী ব্যাটারি, যা ব্যস্ততম দিনের পরেও ফোনটিকে সচল রাখতে সক্ষম। এতে ব্যবহারকারীরা চার্জ দেওয়ার চিন্তা ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা প্রোডাক্টিভিটি, বিনোদন, ফটোগ্রাফি ও কমিউনিকেশন চালিয়ে যেতে পারেন। এমনকি ভ্রমণ বা আউটডোর অ্যাকটিভিটির ব্যস্ত দিনগুলোতেও এই ব্যাটারি শক্তিশালী সাপোর্ট দিবে। পাশাপাশি, জরুরি মুহূর্তে অন্য ডিভাইসে চার্জ দেওয়ার জন্য এতে রয়েছে রিভার্স ওয়্যার্ড চার্জিং ফিচার, যা ডিভাইসটিকে পকেট-আকারের পাওয়ার সোর্সে পরিণত করেছে।
ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করতে এতে যুক্ত হয়েছে ১২০ হার্জ আলট্রা ব্রাইট ডিসপ্লে। এতে ব্যবহারকারীরা পাবেন স্মুথ স্ক্রলিং ও পরিচ্ছন্ন ভিজ্যুয়াল। ফল হিসেবে, ভিডিও দেখা এখন আরও প্রাণবন্ত হবে; ফটো ব্রাউজিং হবে আরও সাবলীল ও চোখের জন্য আরামদায়ক। এটি এমন একটি ডিসপ্লে যা আপনার ছোট ছোট মুহূর্তগুলোতে নতুন মাত্রা যোগ করবে।
ফোনটির অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে এর দীর্ঘমেয়াদী স্মুথনেস। দীর্ঘ সময় ফোনটিকে নতুনের মতো রাখতে অপো নিয়ে এসেছে ৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন, যা নিশ্চিত করে চার বছর পরেও ডিভাইসটি প্রথম দিনের মতোই স্মুথ থাকবে। কনটেন্ট তৈরি, ট্রেন্ড ফলো করা বা কাজের ব্যস্ততার মাঝেও ব্যবহারকারীরা ডিভাইসটিকে বছরের পর বছর স্থিতিশীল অবস্থায় পাবেন।
অপো এ৬এক্সের ভেতরের সক্ষমতার সাথে মিল রেখে এর ডিজাইনেও আধুনিক নান্দনিকতা আনা হয়েছে। আইস ব্লু ও প্লাম পার্পলের মতো অনন্য দুইটি রঙে নিয়ে আসা এই ডিভাইসটি চোখের জন্য স্বাচ্ছন্দ্যদায়ক। এর শক্তিশালী প্রসেসর ও ব্যাটারি, হাই রিফ্রেশ রেট ও দীর্ঘমেয়াদী স্মুথনেস এটিকে সুপার পাওয়ার ও সুপার ফান দুইক্ষেত্রেই বাকিদের চেয়ে অনন্য করে তুলেছে।
এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিসট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “যারা প্রতিদিনের সক্ষমতা ও বিনোদনের ক্ষেত্রে নির্ভরযোগ্য ডিভাইস চান, তাদের জন্য বিশেষভাবে অপো এ৬এক্স নিয়ে আসা হয়েছে। এর স্ন্যাপড্রাগন ৬৮৫ ও ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আপনাকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে। এর দীর্ঘমেয়াদী ফ্লুয়েন্সি প্রোটেকশন ব্যবহারকারীদের জন্য বছরের পর বছর ধরে আস্থা ও সমৃদ্ধ অভিজ্ঞতা জোগাবে।”
এখন দেশজুড়ে অপোর সকল অনুমোদিত আউটলেট ও অনলাইন চ্যানেলে অপো এ৬এক্স-এর ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে মাত্র ১৩,৯৯০ টাকায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com