আবু মুসা মোহন:-লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে অটোরিকশার ধাক্কায় ওমর ফারুক (৬) নামে আয়েশা সিদ্দিকা মাদ্রাসার প্রথম জামাতের এক ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুকের বাবার নাম মোঃ সোহাগ, তিনি প্রবাসে কর্মরত। সন্তানকে হারানোর খবর শুনে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ প্রতিবাদ জানায়। পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ওমরকে রায়পুর উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অটোরিকশার চালক পালিয়ে গেছে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে।







