ফাইল ছবি
অনলাইন ডেস্ক : গুম অধ্যাদেশ ও কয়েকটি সংস্কারের অগ্রগতি নিয়ে নতুন বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, ১ ডিসেম্বর রাত ১১টায় বহুল প্রতিক্ষীত গুম অধ্যাদেশের গেজেট নোটিফিকেশন হয়েছে।
সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানান তিনি। আইন উপদেষ্টা জানান, কয়েকদিন আগে হয়েছে বিচার বিভাগ স্বাধীন করার জন্য অতি গুরুত্বপূর্ণ আইন সুপ্রীম কোর্ট সচিবালয় অধ্যাদেশ। আগামী কয়েকদিনের মধ্যে হবে হিউমান রাইটস কমিশন আইনের আরেকটি সংস্কার।
ফেসবুক পোস্টে উপদেষ্টা আরও জানান, বিচার বিভাগীয় সংস্কারের যে লক্ষ্য আমাদের ছিল তার ৯০ শতাংশ সমাপ্ত হয়েছে। আমরা পুলিশ সংস্কার আইন ও দুর্নীতি দমন সংস্কার অধ্যাদেশের কাজও দ্রুত সমাপ্ত করার জন্য ভূমিকা রাখছি। যদি পরের নির্বাচিত সরকারগুলো আন্তরিকতার সাথে এসব আইন বাস্তবায়নের কাজ অব্যাহত রাখে, আগামীর বাংলাদেশ হবে অনেক বেশী মানবাধিকার বান্ধব ও গণতান্ত্রিক।







