ছবি সংগৃহীত
ভোলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল, গাঁজা ও নগদ অর্থসহ ৫ জন মাদক কারবারিকে আটক করা হয়।
বুধবার রাতে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পাইলট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রিপন, আরিফ, রাজিব, শাকিব ও শহীদ।
জানা গেছে, নৌবাহিনী, পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে শহিদুলের গোপন আস্তানায় তল্লাশী করে ১৮৭ বোতল ফেন্সিডিল, ২৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১৮৭ পিস ইয়াবা, একটি রাম-দা, ৬ টি স্মার্ট ফোন এবং নগদ ৩২,০৮০ টাকা জব্দ করা হয়।
ভোলা নৌ কন্টিনজেন্ট’র লেফটেন্যান্ট মুক্তাদির ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল মাদক কারবারি শহিদুলের আস্তানায় অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শহিদুলের নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করছিল।