আবু মুসা মোহন:-লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নতুন যোগ দেওয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান কাউছার মাদকবিরোধী অভিযানকে বেগবান করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সেবনকারী ও বিক্রয়কারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের লক্ষ্যে তিনি একটি গোপন তথ্য গ্রহণের হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছেন—০১৭৮৮৫৭৭৭১১
ইউএনও মেহেদী হাসান কাউছার জানান, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এবং তথ্যদাতার পরিচয় সম্পূর্ণরূপে গোপন রাখা হবে।
তিনি আরও বলেন,“মাদকমুক্ত রায়পুর গড়তে প্রশাসনের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। কেউ মাদক বিক্রি বা সেবনের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানলে এই নম্বরে পাঠাতে পারবেন। প্রতিটি অভিযোগ গুরুত্বসহকারে তদন্ত করা হবে।”
স্থানীয় সচেতন নাগরিকরা ইউএনও’র এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের কার্যকর পদক্ষেপ রায়পুরে মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুরোধক্রমে, মেহেদী হাসান কাউছার উপজেলা নির্বাহী অফিসার রায়পুর, লক্ষ্মীপুর







