সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : কক্সবাজারে মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি শাহজাহান এবং পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি রুপন কুমার চাকমাকে গ্রেফতার করেছে র্যাব।
আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫–এর সহকারী পরিচালক আ. ম. ফারুক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ক্যাম্পের একটি অভিযানিক দল পৃথক অভিযান পরিচালনা করে দীর্ঘদিনের পলাতক আসামি শাহজাহানকে উখিয়ার হাজিরপাড়া এলাকা থেকে এবং পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুপন কুমার চাকমাকে উখিয়ার তেলখোলা এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।







