সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক : কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নাছির উদ্দিন মো. আলমগীর ওরফে বাদল বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বাজারপাড়া এলাকার রশিদ আহমদের ছেলে।
বুধবার সন্ধ্যায় চকরিয়া থানা পুলিশের একটি টিম বদরখালী বাজারের ওয়াপদা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে দেশীয় তৈরি একটি রাইফেল, দুইটি এয়ারগানের মাথা ও এক রাউন্ড গুলিসহ আটক করে।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, বিশেষ অভিযানে আমরা চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের চৌয়ার ফাঁড়িতে অবস্থান করছিলাম। এর মধ্যে গোপন সংবাদে জানতে পারি, বদরখালী বাজারপাড়া লাগোয়া ওয়াপদা রোডে ‘আল আকসা স্টোর’ নামের একটি দোকানের ভেতর দেশীয় অস্ত্র নিয়ে একজন দুষ্কৃতিকারী অবস্থান করছেন।
তিনি আরও জানান, তাৎক্ষণিক পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নাছির উদ্দিন মো. আলমগীর ওরফে বাদলকে গ্রেফতার করা হয়েছে। তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি রাইফেল, দুইটি এয়ারগানের মাথা ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।







