ফাইল ছবি
সুনামগঞ্জ সিলেট সড়কের শান্তিগঞ্জ এলাকায় মালবাহী ট্রাকচাপায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়।
আজ দুপুরে উপজেলার সিলেট সুনামগঞ্জ সড়ক আব্দুল মজিদ কলেজের পার্শ্বে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক শিশু মরিয়মকে চাপা দেয়৷ এতে তার দেহ চূর্ণবিচূর্ণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷ এবং ট্রাকটি খাদে পড়ে যায়৷ পরে পুলিশ এসে শিশুটির মরদেহ উদ্ধার করে৷
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, শিশুকে চাপা দেওয়া ট্রাকটি আটক করা হয়েছে৷ এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।