আবু মুসা মোহন বিশেষ প্রতিনিধি:- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নং আসনকে ঘিরে বান্দরবানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। থানছি উপজেলায় নির্বাচনী প্রচারণায় দিন দিন ব্যাপক জনসমর্থন পাচ্ছেন রাজপরিবারের ছেলে ও জনপ্রিয় রাজনীতিবিদ সাচিংপ্রু জেরী।
সাম্প্রতিক প্রচারণায় পাহাড়ি ও বাঙালি—দুই সম্প্রদায়েরই বিপুল মানুষের ঢল নেমে আসে। সাধারণ ভোটারদের মতে, উন্নয়ন, শিক্ষা, শান্তি ও এলাকার অধিকার রক্ষায় জেরীর প্রতিশ্রুতিগুলো জনগণের মধ্যে ব্যাপক আশার সঞ্চার করেছে।
স্থানীয়দের দাবি, বহুদিন ধরে উপেক্ষিত থানছি ও পার্বত্য এলাকার সমস্যাগুলো সমাধানে জেরীই উপযুক্ত নেতৃত্ব দিতে পারবেন। অপরদিকে যুবসমাজ তাঁর সততা, সাহসী বক্তব্য ও জনবান্ধব অবস্থানের কারণে তাঁকে ‘পরিবর্তনের প্রতীক’ বলে আখ্যা দিচ্ছে।
৩০০ নং আসনে ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই সাচিংপ্রু জেরীর জনপ্রিয়তা দৃশ্যমানভাবে বেড়ে চলেছে। তাঁর নির্বাচনী প্রচারণাকে ঘিরে পুরো এলাকাজুড়ে এখন উৎসবের আমেজ।







