সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে প্রস্তাবিত ২৮ দফা শান্তি পরিকল্পনায় পরিবর্তন করায় স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংশোধিত প্রস্তাবকে তিনি ‘সঠিক পদ্ধতি’ বলে অভিহিত করেছেন। তবে ক্রেমলিন এই সংশোধনীগুলোকে প্রত্যাখ্যান করেছে।
জানা গেছে, মার্কিন ওই প্রস্তাবে মস্কোর পক্ষে বেশি সমর্থন থাকায় প্রত্যাখ্যানের পরে ইউরোপীয় মিত্ররা পরিকল্পনাটি ১৯ দফায় নামিয়ে এনেছেন।
সোমবার টেলিগ্রামে জেলেনস্কি বলেন, ‘এখন যুদ্ধ শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপের তালিকা তৈরি করা যেতে পারে। এবারের প্রস্তাবে অনেক সঠিক উপাদান অন্তর্ভুক্ত করা হয়েছে।’
তিনি আরও বলেন, যে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয়গুলো নিয়ে আলোচনা করার পরিকল্পনা করছেন। তবে এখনও কোনও সময়সীমা নির্দিষ্ট হয়নি। ইউক্রেনীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন, গত শুক্রবার প্রকাশিত মূল ২৮-দফা সংস্করণটি আর মূল্যায়ন করা হবে না।
যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা সংশোধিত পরিকল্পনা পর্যালোচনা করার জন্য জেনেভায় বৈঠক করেছেন। তবে রাশিয়ান প্রতিনিধিরা এ আলোচনায় অংশ নেননি। সোমবার ক্রেমলিনের এক কর্মকর্তা সংশোধনীগুলোকে ‘সম্পূর্ণ অগঠনমূলক’ বলে প্রত্যাখ্যান করেছেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার পক্ষে নয়, উভয় পক্ষের মতামত নিয়ে মার্কিন কর্মকর্তারা কাজ করছে না এই ধারণা সম্পূর্ণ ভুলে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আলোচনাকে আশাব্যঞ্জক বলে উল্লেখ করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন, ‘হয়ত ভালো কিছুই ঘটতে যাচ্ছে।’ তবে তিনি ফলাফল বাস্তবে না দেখা পর্যন্ত বিশ্বাস করবেন না।
এদিকে, মঙ্গলবার ভোরে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো জানান, রাজধানীর একটি আবাসিক ভবনে রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শহরের বিদ্যুৎ ও পানি সরবরাহে বিঘ্ন ঘটেছে। সূত্র: বিবিসি, সামাটিভি







