সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : নদী বেষ্টিত মানিকগঞ্জ। নদীর তীর চরাঞ্চলে এক সময় প্রচুর সাদা বক দেখা যেত। কালের বিবর্তনে অনেক আগেই হারিয়ে গেছে এসব প্রাণীকুল। তবে মাঝেমধ্যে হাওর-বাঁওড় এলাকায় এদের দেখা মিলতো। তবে এতগুলো বক একসাথে দেখা যায়নি। ইদানিং মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী এলাকার কৃষি জমিতে এদের দেখা মিলছে।
কৃষক তমেজ উদ্দিন বলেন, জমিতে ট্র্যাক্টর দিয়ে চাষ দেওয়ার সময় হঠাৎ কোথা থেকে বকগুলো এলো বুঝতে পারলাম না। চাষের সময় বিভিন্ন পোকামাকড় উঠে সেগুলোই খাবারের জন্য বকগুলো আসে। আবার সন্ধ্যা হওয়ার সাথে সাথে চলে যায়।
তিনি আরও বলেন, এক সময় প্রায় বারোমাস বিভিন্ন ফসল ছিল। যেমন ধান, পাট, কলাই, সরিষা, তিলসহ আরও কত রকমের শস্য। এখন আগের মতো চাষাবাদ হয় না। মূলত খাবারের খোঁজেই পাখি এখানে আসে।
মিরাজ হোসেন বলেন, আগের মতো সবাই ধরনের ফসল রোপণ করা হলে বিভিন্ন ধরনের পাখির আগমন ঘটবে। পাখি আকাশে উড়লে মনটা ভরে যায়। সেই সাথে পোকা মাকড় খেয়ে কৃষকদের অনেক উপকার করে। এদের রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।







