আসাদ হোসেন রিফাতঃ লালমনিরহাট জেলার হাতিবান্ধা সীমান্তে তিস্তা ব্যাটালিয়ন এর অধিনস্থ বড়খাতা বিওপির টহলদল কর্তৃক ২৪ নভেম্বর ২০২৫ তারিখ গভীর রাতে বুড়াসারডুবি এলাকায় ০১জন চিহ্নিত গরু চোরাকারবারী মোঃ লাভলু হোসেন (৪০), পিতা-মৃত খলিল মিয়া, গ্রাম-বুড়া সরাডুবি, পোস্ট-বড়খাতা, থানা-হাতিবান্ধা ও জেলা-লালমনিরহাটকে আটক করা হয়। বর্ণিত গরু চোরাকারবারী চোরাচালানের উদ্দেশ্যে ভারতীয় সীমান্তে তারকাঁটার বেড়া কর্তন করতে গেলে বিজিবি কর্তৃক আটক করে ০১টি তারকাঁটার বেড়া কাটার প্লাস, ০১টি স্মার্ট ফোন এবং ০২টি সীমকার্ড জব্দ করা হয়।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) মিডিয়া সেল প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছে। আটককৃত আসামী হাতিবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।







