ফাইল ছবি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রশিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।
আজ দুপুরে উপজেলার কুচলীবাড়ী ইউনিয়নের পানবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুচলীবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য মতিয়ার রহমান।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ ঘরে বিদ্যুতিক সিলিং ফ্যানের তারের সংযোগ দিতে যান রশিদুল ইসলাম। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ইউপি সদস্য মতিয়ার রহমান বলেন, ‘পানবাড়ি এলাকার রশিদুল নামের এক ব্যক্তি সিলিং ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান’।