সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : এলাকায় আধিপত্য বিস্তার ও বিয়েতে দাওয়াত না দেওয়ায় ঝিনাইদহে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে আহত কয়েকজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আজ সকালে সদর উপজেলার বাকড়ী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পরপর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার বাকড়ী গ্রামের রফিকুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। বিয়েতে প্রতিবেশী ও প্রতিপক্ষ সাহের উদ্দীনকে দাওয়াত না দেওয়ায় রাতে উত্তেজনা চলতে থাকে। এরই জের ধরে শনিবার সকালে সাহের উদ্দীন লোকজন নিয়ে রফিকুলের বাড়িতে হামলা করেন। এতে উভয় গ্রুপের ১০ জন আহত হন।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বাকড়ী গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।







