সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস অবিলম্বে সুদানে চলমান হত্যাকাণ্ডে বন্ধে জি-২০ দেশগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সাউথ আফ্রিকার জোহানেসবার্গে সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, আমাদের সুদানে শান্তি প্রয়োজন। আমরা সেখানে যুদ্ধবিরতি, অবাধ মানবিক সহায়তা প্রদান এবং দেশে অস্ত্র ও বিদেশী যোদ্ধাদের সরবরাহ বন্ধ করতে হবে।
জাতিসংঘের মহাসচিব আরও বলেন, ২০২৩ সালের এপ্রিল থেকে যুদ্ধে লিপ্ত সুদানী সশস্ত্র বাহিনী এবং আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) বাহিনীকে আলোচনার টেবিলে আসতে হবে। সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করে এবং অস্থিতিশীলতার মূল কারণগুলো মোকাবেলায় স্থায়ী সমাধানের পথে হাঁটতে হবে।
গুতেরেস সতর্ক করেছেন, পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলেও নিরাপত্তাহীনতা বৃদ্ধি পাচ্ছে। যেখানে সশস্ত্র গোষ্ঠী দুর্বল শাসন ও রাজনৈতিক উত্তেজনা কাজে লাগাচ্ছে। ইউক্রেনের জন্য ‘ন্যায্য, টেকসই ও সর্বাঙ্গীণ শান্তি’ প্রয়োজন, যা জাতিসংঘের চাটারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গাজায় শান্তি প্রতিষ্ঠা করতে ১০ অক্টোবরের যুদ্ধবিরতি মেনে চলা, লঙ্ঘন বন্ধ করা এবং ‘অধিকারী রাজনৈতিক পথ’ তৈরি করাও ওপর জোর দেন তিনি।
মহাসচিব হাইতি, ইয়েমেন, মিয়ানমার এবং অন্যান্য অঞ্চলেও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে শান্তি বেছে নেওয়ার জন্য সব পক্ষকে আহ্বান জানান।
গত সপ্তাহে কাতারে ডিআরসি ও এমটুয়েন্টি একটি ফ্রেমওয়ার্ক শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে। যা পূর্ব কঙ্গোর লড়াই বন্ধ করতে সাহায্য করবে। চলতি বছর সুদানে চলমান সংঘাতে হাজার হাজার অসামরিক ব্যক্তি নিহত এবং লাখ লাখ মানুষ স্থানচ্যুত হয়েছে। সূত্র: আনাদুলো এজেন্সি







