ছবি সংগৃহীত
পানির ওপর নাম জীবন। তবে এই পানিই বড় বড় বিপদের কারণ হতে পারে। কেননা পানি কী পাত্রে রাখা হচ্ছে সেটিও গুরুত্বপূর্ণ। মিনারেল ওয়াটার হোক কিংবা ঘরের পানি—প্লাস্টিকের বোতলেই সবচেয়ে বেশি পানি রাখা হয়। আবার বর্তমানে স্টিল আর তামার বোতলের ব্যবহারেরও চল হয়েছে।
অনেকের মনে প্রশ্ন জাগে কোন বোতলে পানি সবচেয়ে বেশি স্বাস্থ্যকর থাকে। চলুন জানা যাক-
প্লাস্টিকের বোতল ব্যবহারে ভয়াবহ বিপদ
দাম আর সহজলভ্যতা হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় প্লাস্টিকের বোতল। বিশেষজ্ঞদের মতে, প্লাস্টিকের বোতলে পানি রাখার আগে কিছু বিষয় চেক করা উচিত। কারণ প্লাস্টিক যদি নিম্নমানের হয় তাহলে লক্ষ কোটি প্লাস্টিকের পার্টিকালস পানির মাধ্যমে শরীরে প্রবেশ করে।
এছাড়া গরমে বা রোদে রাখলে প্লাস্টিকের ক্ষতিকারক রাসায়নিক পানিতে মিশে তাকে বিষাক্ত করে তোলে। তাই সুস্থ থাকতে অবিলম্বে প্লাস্টিকের বোতল বা জগ ব্যবহার ত্যাগ করুন।
ধাতুর বোতল কি পানি রাখার জন্য সুরক্ষিত?
বিশেষজ্ঞরা প্লাস্টিকের বোতলের বিকল্প হিসেবে পানি রাখার জন্য ধাতুর বোতল ব্যবহার করতে বলছেন। এতে কোনো ক্ষতিকারক রাসায়নিকও পানিতে মেশে না। এতে পানি থাকে সুরক্ষিত। এছাড়া গরমের দিনে ধাতুর তৈরি পাত্রে পানি দীর্ঘক্ষণ ঠান্ডা থাকে।
কোন ধাতুর বোতল বেশি স্বাস্থ্যকর?
স্টিল আর তামার পানির বোতলের চাহিদা ইদানীং বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, অ্যালুমিনিয়ামের বোতলে পানি রাখলে তা দীর্ঘক্ষণ ঠান্ডা থাকে। তাই গরমের দিনে স্টেইনলেস স্টিলের বোতল থেকে পানি খেতে আরামও লাগে।
তামার বোতলও উপকারি
আয়ুর্বেদ মতে, তামার বোতলে পানি খেলে রোগভোগ দূরে থাকে। পানির সঙ্গে তামার অংশ শরীরে প্রবেশ করে যা শরীরের জন্য ভালো। একইসঙ্গে এতে পানিও ঠান্ডাও থাকে। তাই ধাতুর বোতলের ক্ষেত্রে তামা বেশি উপকারী। যদিও এর দাম তুলনামূলক বেশি।
তবে তামার বোতল ব্যবহারে বেশ কিছু বিষয়ে সাবধান হওয়া উচিত। যেমন, টক জাতীয় তরলের সংস্পর্শে এলে তামার রঙ বদলে যায়। তখন আবার তামার বোতলে পানি খাওয়া বিপজ্জনক হয়ে দাঁড়ায়।
সূূএ:ঢাকা মেইল ডটকম