ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ১১ দলীয় নির্বাচনী ঐক্য কোনো নির্দিষ্ট নেতা বা দলকে ক্ষমতায় নেওয়ার জন্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। তিনি বলেন, বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। আজ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে সারাদেশে গণজোয়ার তৈরি হয়েছে। একাত্তরে জালিমের বিরুদ্ধে মাজলুমের যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, সেখানে মানুষের অভিপ্রায় ছিল অধিকার ও ভাগ্যের পরিবর্তন। কিন্তু স্বাধীনতার পর কায়েমি স্বার্থবাদী রাজনৈতিক গোষ্ঠীগুলো শাসনের নামে শোষণ করেছে এবং গুন্ডামি ও সন্ত্রাসের রাজনীতি কায়েম করেছে।
আজ শনিবার (৩১ জানুয়ারি) সকালে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সমর্থনে আয়োজিত এক বিশাল জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আল্লামা মামুনুল হক আরও বলেছেন, ২০২৪ সালের ছাত্র-জনতার বিপ্লবের পর বাংলাদেশের মানুষ আর সেই বস্তাপচা রাজনীতিতে ফিরে যেতে চায় না। এদেশের মানুষ আর দুটি রাজপরিবারের হাতে নিজেদের ভাগ্য বন্ধক রাখবে না। তিনি আরও বলেন, ২০২৪ সালে ছাত্র-জনতা এই জমিদারির রাজনীতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে আজ সবাই বিশ্বাস করে, ১১ দলীয় নির্বাচনী ঐক্য গঠিত হয়েছে ১৮ কোটি মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এটি কোনো নির্দিষ্ট নেতা বা দলকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়, বরং শোষিত মানুষের মুক্তি ও অধিকার
আদায়ের জন্য।
বক্তৃতায় মামুনুল হক জোর দিয়ে বলেন, একাত্তরের পরবর্তী শাসকরা জনগণের অধিকার খর্ব করে নিজেদের জমিদারির প্রভাব বিস্তার করেছিল। আজ বাংলাদেশের নতুন জাগরণ তৈরি হয়েছে। মানুষ এখন চায় তাদের প্রকৃত অধিকার এবং সামাজিক মর্যাদা ফিরে পেতে। ১১ দলীয় জোট সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
চৌদ্দগ্রামের পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এছাড়া ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ ও স্থানীয় হাজার হাজার জনতা এই গণসমাবেশে অংশগ্রহণ করেন।








