ফাইল ছবি
অনলাইন ডেস্ক : প্রয়াত বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের পরিবারের খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে রংপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় তিনি প্রয়াত নেতার স্ত্রী সুফিয়া হোসেনকে মঞ্চে ডেকে তাঁর পরিবারের সার্বিক খোঁজখবর নেন।
মোজাফফর হোসেন বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক এবং রংপুর মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি ২০১৯ সালের ১ সেপ্টেম্বর ৬৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
প্রয়াত মোজাফফর হোসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতিতে যুক্ত হন। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখায় সাধারণ মানুষের কাছে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৮ নভেম্বর নিজ বাসা থেকে সাদা পোশাকধারী কয়েকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তাঁকে তুলে নিয়ে যান বলে পরিবারের অভিযোগ রয়েছে। এরপর পাঁচ দিন তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ২৪ নভেম্বর বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে তাঁকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
মোজাফফর হোসেন ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে রংপুর-৩ আসনে প্রার্থী হয়েছিলেন। তবে জোটগত সমীকরণের কারণে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন। পরবর্তীতে ২০১৯ সালের উপনির্বাচনে তাঁর স্ত্রী সুফিয়া হোসেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।








