ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : জনগণের ভাগ্য উন্নয়ন, গণতন্ত্রকে শক্তিশালী ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সকালে কক্সবাজারের চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে দেশের মানুষ দেশের পক্ষের শক্তিকে পাশে পাবে। বিএনপি দেশের মানুষের রাজনৈতিক দল। এই দলের পরিকল্পনার সবকিছুই দেশের মানুষকে নিয়ে।
তিনি বলেন, বিএনপি সেই শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করবে যে রাষ্ট্রের প্রতিশ্রুতি দেশের মানুষকে দিয়েছে।
এ সময় উপজেলা বিএনপি সভাপতি এনামুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।








