ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : সদ্য স্ত্রী ও নয় মাসের সন্তান হারানো নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাটের সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে সাদ্দামের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। তিনি সাংবাদিকদের বলেন, মানবিক বিবেচনায় আদালত সাদ্দামকে জামিন দিয়েছেন। তার বিরুদ্ধে সাতটি মামলা ছিল, এর আগে ছয়টিতে তিনি জামিন পান। আজ সর্বশেষ মামলায় তিনি জামিন পেলেন।
জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে যশোর কারাগারে বন্দি। ২৩ জানুয়ারি বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙ্গা গ্রামের বাড়ি থেকে সাদ্দামের স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন সন্ধ্যায় সাদ্দামের স্ত্রী-সন্তানের মরদেহ অ্যাম্বুলেন্সে করে কারাফটকে আনেন স্বজনরা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবারের ছয় সদস্যসহ মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি কারাগারে প্রবেশের অনুমতি দেয় কারা কর্তৃপক্ষ। স্ত্রী-সন্তানের মরদেহ দেখতে সাদ্দামকে পাঁচ মিনিটের মতো সময় দেওয়া হয়। সাদ্দামের প্যারোলে মুক্তির আবেদনে সরকার সাড়া না দেওয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।
পরে যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান গণমাধ্যমকে জানান, সাদ্দামের পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তি সংক্রান্ত কোনো লিখিত আবেদন যশোর জেলা ম্যাজিস্ট্রেট কিংবা কারা কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়নি। তবে সাদ্দামের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তারা বাগেরহাটের জেলা প্রশাসক বরাবর আবেদন করেছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। এরপর তাকে যশোর কারাগারে রাখা হয়।








