ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ইউক্রেন যুদ্ধের অবসানে বিশ্ব সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পোপ লিও। রবিবার (২৫ জানুয়ারি) তার সাপ্তাহিক অ্যাঞ্জেলাসে প্রার্থনার তিনি এই আহ্বান জানিয়েছেন।
প্রার্থনায় বিশ্বে শান্তি আহ্বানের পর পোপ লিও বলেন, রাশিয়ার হামলার ফলে কিয়েভের বেসামরিক মানুষ শীতের তীব্রতায় কষ্ট পাচ্ছে। এছাড়াও বেসামরিক নাগরিকদের উপর ক্রমবর্ধমানভাবে গুরুতর প্রভাব ফেলছে। মানবতা ও সাম্য প্রতিষ্ঠায় যুদ্ধ বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।
যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতে বৈঠকের মধ্যেই স্থানীয় সময় শনিবার (২৪ জানুয়ারি) ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এতে একজন নিহত বেশ কয়েক জন আহত হয়েছেন। হামলার পরবিদ্যুৎ ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
হামলার প্রতিক্রিয়া জানিয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন,এই বর্বর হামলা আবারও প্রমাণ করেছে, পুতিনের স্থান শান্তির বোর্ডে নয়, বরং বিশেষ ট্রাইব্যুনালের কাঠগড়ায়। সূত্র: রয়টার্স।








