ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ভাঙ্গায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার(৩২) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সামনের মহাসড়কে। আজ (২৪ জানুয়ারি) সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ফরিদপুরগামী একটি বাস ও ফরিদপুর থেকে ভাঙ্গামুখী ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নিহত হয়। সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও দমকলবাহিনী উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ করে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিন বলেন, মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি ট্রাকের হেলপারের আসনে বসা ছিলো। নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।








