ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে সংসদে আইন, অর্থ বিল বা নীতিনির্ধারণ সম্ভব হয় না। শুক্রবার দুপুরে মেহেরপুরে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘সংসদীয় ব্যবস্থায় নির্বাচনের পর যিনি সংসদ নেতা হন, তিনিই সরকারপ্রধান হন। এর ফলে রাষ্ট্রপতি, বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর অতিমাত্রায় ক্ষমতার প্রভাব পড়ে। প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে সংসদে আইন, অর্থ বিল বা নীতিনির্ধারণ সম্ভব হয় না।
তিনি আরও বলেন, ‘এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ জরুরি। বিচার বিভাগ, সংসদ ও প্রশাসন- এই তিন স্তম্ভকে আলাদা করে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে জাতীয় ঐকমত্যে সেই পথ তৈরি হয়েছে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শেখ বখতিয়ার উদ্দীন, জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির এবং পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।








