ভিসা মাল্টিকারেন্সি এসএমই বিজনেস ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা চালু করল ব্র্যাক ব্যাংক

ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬: দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) অনুমোদিত লোকাল ও ফরেন কারেন্সিতে বি-টু-বি লেনদেনের সুবিধা দিতে ভিসা মাল্টিকারেন্সি এসএমই বিজনেস ডেবিট ও ক্রেডিট কার্ড চালু করেছে ব্র্যাক ব্যাংক।

ব্যাংকটির এই উদ্যোগ দেশের এসএমইদের ব্যবসায়িক কার্যক্রমকে আরও সহজ ও গতিশীল করবে।

২১ জানুয়ারি ২০২৬ ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্ডগুলো উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এবং এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাজিম হাসান সাত্তার। এই কার্ড চালু রেগুলেটরি গাইডলাইনের সঙ্গে সামঞ্জস্য রেখে
বৈদেশিক মুদ্রা লেনদেন সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা আন্তর্জাতিক ব্যবসায়িক কার্যক্রমে এসএমইদের আরও সক্ষম করে তুলবে।

ভিসা মাল্টিকারেন্সি এসএমই বিজনেস ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে নির্বাচিত এসএমই গ্রাহকরা নির্ধারিত এসএমই বিজনেস কোটার আওতায় বৈদেশিক মুদ্রা এন্ডোর্স করতে পারবেন। এই সুবিধার আওতায় বছরে সর্বোচ্চ ৩,০০০ মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা লেনদেন করা যাবে। কার্ডগুলো দেশে ও বিদেশে পিওএস, এটিএম এবং ই-কমার্স লেনদেনে ব্যবহার করা যাবে। এর
ফলে এসএমইদের কার্যক্রমের পরিধি বাড়বে, আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থাপনা ঝামেলাহীন হবে এবং বৈশ্বিক অর্থনীতিতে তাঁদের সক্রিয় অংশগ্রহণ আরও ত্বরান্বিত হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দুতে রয়েছে এসএমই খাত। ভিসা মাল্টিকারেন্সি এসএমই বিজনেস ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা চালুর মাধ্যমে আমরা দেশের এসএমইদের জন্য একটি বাস্তব ও সময়োপযোগী ব্যাংকিং সল্যুশন নিশ্চিত করছি, যা
তাঁদের আন্তর্জাতিক লেনদেন পরিচালনায় আরও সক্ষম করে তুলবে। এই উদ্যোগটিকে সম্ভব করে তোলার জন্য বাংলাদেশ ব্যাংককে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা।”

ভিসার পক্ষ থেকে সাব্বির আহমেদ বলেন, “এসএমইদের আন্তর্জাতিক মার্কেটের সঙ্গে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডিজিটাল পেমেন্ট সল্যুশন। ব্র্যাক ব্যাংকের সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব নিরাপদ, নির্ভরযোগ্য এবং বিশ্বব্যাপী গ্রহণযোগ্য পেমেন্ট সল্যুশনের মাধ্যমে এসএমইদের সহায়তায় যৌথ অঙ্গীকারের প্রতিফলন। আমাদের এই উদ্যোগ আন্তর্জাতিক লেনদেন আরও সহজ করে তোলার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে।”

এই উদ্যোগের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তিনির্ভর আর্থিক সল্যুশনের মাধ্যমে এসএমই খাতকে সহায়তার ব্যাপারে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশের এসএমই খাতের টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক মার্কেটে এসএমইদের প্রবেশ নিশ্চিত করতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» জনগণকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন বাংলাদেশের পক্ষে থাকবো: আখতার হোসেন

» একটি স্বাধীন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ার কৌশল এখনো শেখেনি ভারত : জাহেদ

» আমরা ছাড়া দেশটাকে কেউ এগিয়ে নিতে পারবে না: মির্জা ফখরুল

» তরুণদের কর্মসংস্থান, বস্তিবাসীর পুনর্বাসনে কাজ করবে বিএনপি: তারেক রহমান

» এমন সরকার চাই যেখানে গায়ের জোরে দেশ চলবে না: মান্না

» পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপদগামী হচ্ছে: মির্জা আব্বাস

» তানজিদের সেঞ্চুরিতে রাজশাহীর চ্যালেঞ্জিং পুঁজি

» তারা ইসলামের লেবেল লাগিয়ে আমাদের ধোঁকা দিয়েছে: রেজাউল করীম

» দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান

» বড়াইগ্রামে বিএনপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন, গণমিছিল ও পথসভা

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভিসা মাল্টিকারেন্সি এসএমই বিজনেস ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা চালু করল ব্র্যাক ব্যাংক

ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬: দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) অনুমোদিত লোকাল ও ফরেন কারেন্সিতে বি-টু-বি লেনদেনের সুবিধা দিতে ভিসা মাল্টিকারেন্সি এসএমই বিজনেস ডেবিট ও ক্রেডিট কার্ড চালু করেছে ব্র্যাক ব্যাংক।

ব্যাংকটির এই উদ্যোগ দেশের এসএমইদের ব্যবসায়িক কার্যক্রমকে আরও সহজ ও গতিশীল করবে।

২১ জানুয়ারি ২০২৬ ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্ডগুলো উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এবং এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাজিম হাসান সাত্তার। এই কার্ড চালু রেগুলেটরি গাইডলাইনের সঙ্গে সামঞ্জস্য রেখে
বৈদেশিক মুদ্রা লেনদেন সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা আন্তর্জাতিক ব্যবসায়িক কার্যক্রমে এসএমইদের আরও সক্ষম করে তুলবে।

ভিসা মাল্টিকারেন্সি এসএমই বিজনেস ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে নির্বাচিত এসএমই গ্রাহকরা নির্ধারিত এসএমই বিজনেস কোটার আওতায় বৈদেশিক মুদ্রা এন্ডোর্স করতে পারবেন। এই সুবিধার আওতায় বছরে সর্বোচ্চ ৩,০০০ মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা লেনদেন করা যাবে। কার্ডগুলো দেশে ও বিদেশে পিওএস, এটিএম এবং ই-কমার্স লেনদেনে ব্যবহার করা যাবে। এর
ফলে এসএমইদের কার্যক্রমের পরিধি বাড়বে, আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থাপনা ঝামেলাহীন হবে এবং বৈশ্বিক অর্থনীতিতে তাঁদের সক্রিয় অংশগ্রহণ আরও ত্বরান্বিত হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দুতে রয়েছে এসএমই খাত। ভিসা মাল্টিকারেন্সি এসএমই বিজনেস ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা চালুর মাধ্যমে আমরা দেশের এসএমইদের জন্য একটি বাস্তব ও সময়োপযোগী ব্যাংকিং সল্যুশন নিশ্চিত করছি, যা
তাঁদের আন্তর্জাতিক লেনদেন পরিচালনায় আরও সক্ষম করে তুলবে। এই উদ্যোগটিকে সম্ভব করে তোলার জন্য বাংলাদেশ ব্যাংককে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা।”

ভিসার পক্ষ থেকে সাব্বির আহমেদ বলেন, “এসএমইদের আন্তর্জাতিক মার্কেটের সঙ্গে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডিজিটাল পেমেন্ট সল্যুশন। ব্র্যাক ব্যাংকের সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব নিরাপদ, নির্ভরযোগ্য এবং বিশ্বব্যাপী গ্রহণযোগ্য পেমেন্ট সল্যুশনের মাধ্যমে এসএমইদের সহায়তায় যৌথ অঙ্গীকারের প্রতিফলন। আমাদের এই উদ্যোগ আন্তর্জাতিক লেনদেন আরও সহজ করে তোলার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে।”

এই উদ্যোগের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তিনির্ভর আর্থিক সল্যুশনের মাধ্যমে এসএমই খাতকে সহায়তার ব্যাপারে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশের এসএমই খাতের টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক মার্কেটে এসএমইদের প্রবেশ নিশ্চিত করতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com