ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অবমাননাকর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান।
বুধবার ট্রাম্পের বাগাড়ম্বরপূর্ণ মন্তব্যের কড়া সমালোচনা করে ইরানি সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপ-প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত ভুল পথে হাঁটছেন। মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বের অবসান ঘটানোর যে আহ্বান জানিয়েছেন, তাকে নাকচ করে দিয়ে সাইয়ারি ট্রাম্পের এই আচরণকে ধৃষ্টতা হিসেবে আখ্যায়িত করেন। তিনি স্পষ্ট করে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি শক্তিশালী এবং শত্রুর যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় তারা পুরোপুরি প্রস্তুত।
এর আগে গত মঙ্গলবার ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র জেনারেল আবুলফজল শেকারচি সতর্ক করে দিয়েছিলেন, সর্বোচ্চ নেতার বিরুদ্ধে কোনো ধরনের শত্রুতামূলক পদক্ষেপ নেওয়া হলে তার পরিণামে ইরান ভয়াবহ সামরিক প্রতিশোধ নেবে। তিনি ট্রাম্পের এই শোরগোলকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিলেও যেকোনো আগ্রাসন কঠোরভাবে দমনের অঙ্গীকার করেন। একই সুরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও হুঁশিয়ারি দিয়েছেন, আয়াতুল্লাহ খামেনির ওপর কোনো ধরনের হামলা মানেই হবে ইরানি জাতির বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণা করা।
ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতির কথা উল্লেখ করে অ্যাডমিরাল সাইয়ারি বলেন, গত ডিসেম্বরে শুরু হওয়া অর্থনৈতিক বিক্ষোভ কেন্দ্র করে ওয়াশিংটন ও তেল আবিব ইরানে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করেছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিনি দাবি করেন, বিক্ষোভের সুযোগ নিয়ে দাঙ্গাবাজ গোষ্ঠীগুলো মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সহায়তায় নাশকতার পরিকল্পনা করেছিল। তবে নিরাপত্তা বাহিনীর সময়োচিত পদক্ষেপ এবং গত ১২ জানুয়ারি লাখো মানুষের রাজপথে নেমে সরকারের প্রতি সমর্থন জানানোর মাধ্যমে সেই ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গেছে।
সূত্র: প্রেস টিভি








