প্রতীক বরাদ্দ কার্যক্রমে কোনো জটিলতা নেই : বিভাগীয় কমিশনার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রমে এখন পর্যন্ত কোনো জটিলতা নেই।

বুধবার দুপুর ১টার দিকে নিজ দফতরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

ঢাকা বিভাগীয় কমিশনার বলেন, আজ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই সব আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন করা যাবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের কাছ থেকে সহযোগিতাপূর্ণ আচরণ পাওয়া গেছে। সবাই নির্বাচন আচরণবিধি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা প্রত্যাশা করি, সবাই মিলে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।

শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে। সে বিষয়ে ভোটারদের সচেতন করতে প্রার্থীদের আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে পোস্টাল ব্যালট সম্পর্কেও প্রার্থীদের অবহিত করা হয়েছে।

আগামীকাল থেকে পোস্টাল ব্যালট গ্রহণ শুরু হবে এবং ১৩টি আসনের জন্য আলাদা ব্যালট বক্স স্থাপন করা হবে। প্রার্থীদের প্রতিনিধি ও গণমাধ্যমের উপস্থিতিতে সকাল ৯টা থেকে এই কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রার্থীদের উদ্বেগের বিষয়ে বিভাগীয় কমিশনার বলেন, অধিকাংশ প্রার্থীই নিরাপদ ও নির্ভয়ে প্রচারণা চালানোর বিষয়টি গুরুত্ব দিয়েছেন।

নির্বাচন কমিশন ও সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে তিনি আশ্বস্ত করেন যে, বড় ধরনের কোনো আশঙ্কা নেই।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করা হয়েছিল। সেটির সন্তোষজনক জবাব পাওয়া গেছে। অন্য প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ এলে লিখিতভাবে পেলে তা নির্বাচন কমিশনে পাঠানো হবে।

ঢাকা বিভাগের ১৩টি আসনে প্রত্যাহারের পর মোট প্রার্থীর সংখ্যা বর্তমানে ১৩৭ জন বলে জানান বিভাগীয় কমিশনার। তবে হাইকোর্টের একটি আদেশের কারণে প্রার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বলেও উল্লেখ করেন।

সব রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আমরা আমাদের দায়িত্ব অনুযায়ী সব পদক্ষেপ নেব।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» খালেদা জিয়ার আদর্শে কাজ করতে চান তু‌লি

» জামায়াত প্রার্থীরা আচরণবিধি মানছেন না, অভিযোগ বিএনপি প্রার্থী মিল্টনের

» ট্রান্সকম গ্রুপের সিমিন রহমানসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

» তারেক রহমান নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী

» নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ

» তারা আমাদের মা-বোনের গায়েও হামলা করেছে, তাদের কি মা-বোন নেই : জামায়াত আমির

» যৌথ অভিযানে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা জব্দ

» বিএনপির মিডিয়া সেলের থেকে জামায়াতের বট আইডি শক্তিশালী: মীর স্নিগ্ধ

» আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা, আমি নির্দোষ: ট্রাইব্যুনালে পলক

» রিকশা প্রতীক পেলেন মামুনুল হক

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্রতীক বরাদ্দ কার্যক্রমে কোনো জটিলতা নেই : বিভাগীয় কমিশনার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রমে এখন পর্যন্ত কোনো জটিলতা নেই।

বুধবার দুপুর ১টার দিকে নিজ দফতরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

ঢাকা বিভাগীয় কমিশনার বলেন, আজ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই সব আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন করা যাবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের কাছ থেকে সহযোগিতাপূর্ণ আচরণ পাওয়া গেছে। সবাই নির্বাচন আচরণবিধি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা প্রত্যাশা করি, সবাই মিলে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।

শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে। সে বিষয়ে ভোটারদের সচেতন করতে প্রার্থীদের আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে পোস্টাল ব্যালট সম্পর্কেও প্রার্থীদের অবহিত করা হয়েছে।

আগামীকাল থেকে পোস্টাল ব্যালট গ্রহণ শুরু হবে এবং ১৩টি আসনের জন্য আলাদা ব্যালট বক্স স্থাপন করা হবে। প্রার্থীদের প্রতিনিধি ও গণমাধ্যমের উপস্থিতিতে সকাল ৯টা থেকে এই কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রার্থীদের উদ্বেগের বিষয়ে বিভাগীয় কমিশনার বলেন, অধিকাংশ প্রার্থীই নিরাপদ ও নির্ভয়ে প্রচারণা চালানোর বিষয়টি গুরুত্ব দিয়েছেন।

নির্বাচন কমিশন ও সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে তিনি আশ্বস্ত করেন যে, বড় ধরনের কোনো আশঙ্কা নেই।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করা হয়েছিল। সেটির সন্তোষজনক জবাব পাওয়া গেছে। অন্য প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ এলে লিখিতভাবে পেলে তা নির্বাচন কমিশনে পাঠানো হবে।

ঢাকা বিভাগের ১৩টি আসনে প্রত্যাহারের পর মোট প্রার্থীর সংখ্যা বর্তমানে ১৩৭ জন বলে জানান বিভাগীয় কমিশনার। তবে হাইকোর্টের একটি আদেশের কারণে প্রার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বলেও উল্লেখ করেন।

সব রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আমরা আমাদের দায়িত্ব অনুযায়ী সব পদক্ষেপ নেব।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com