ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, নির্বাচনে বিঘ্ন ঘটাতে আমরা দেব না। পুলিশের পাশাপাশি সিভিল পাওয়ার আর্মি থাকবে। সঙ্গে বিজিবি ও আনসার থাকবে। তারা নির্বাচনে কোনো বিঘ্ন ঘটাতে দেবে না।
তিনি বলেন, নির্বাচনে বিঘ্ন ঘটাতে চাইলে তাদের বিরুদ্ধে আগে থেকেই প্রতিরোধকমূলক ব্যবস্থা নেওয়া হবে। চিহ্নিত কোনো অপরাধী থাকলে পুলিশ আগেই তাকে ধরবে।
বুধবার বিকালে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আলী ইমাম মজুমদার বলেছেন, আমরা জনগণের মধ্যে মেসেজ দিতে চাচ্ছি ২০২৪ সালে কোন পরিস্থিতিতে গণঅভ্যুত্থান হয়েছিল। সেই জাতীয় ব্যাপার যাতে না ঘটে, দেশ যাতে স্থিতিশীল থাকে। তার জন্য যে সংস্কার করা প্রয়োজন। বিভিন্ন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিশন ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে যে সিদ্ধান্তগুলো নিয়েছে তার পক্ষে যাতে দেশের জনগণ থাকে এবং সবাই যাতে ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নির্বাচনে অংশ নিতে পারেন তার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন। বক্তব্য রাখেন পুলিশ সুপার জসিম উদ্দিন।








