ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
সোমবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে এ শ্রদ্ধা নিবেন করেন নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিনসহ দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদস্যরা। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
সকাল থেকেই রাজধানী বিভিন্ন এলাকা থেকে বিএনপির মহানগর থানা ওয়ার্ডের শতশত নেতাকর্মীরা জিয়ার সমাধিতে এসে জড়ো হন। বেলা ১১টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানানো পর সংগঠনগুলো একে একে শ্রদ্ধা জানায়।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সমাধি প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি ও মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।








